আমার আদরের ছোট ভাই


children-4894710_1920.jpg

Source

আমাদের পরিবারে আমরা শুধুমাত্র দুইটা ভাই রয়েছি। আমি বড় এবং আমার একটি ছোট ভাই রয়েছে। আমাদের কোন বোন নেই কিন্তু আমাদের মধ্যে কখনো এই আফসোস বুকটা জাগে নি, যে আমাদের একটা বোন থাকলে হয়তো ভালো হতো! কারণ আমাদের দুই ভাইয়ের মধ্যে এমন অনেক গভীরতম সম্পর্ক রয়েছে যেগুলো হয়তো আজকালকার যুগে দেখতে পাওয়া যায় না। আমার ছোট ভাইকে আমি অনেক বেশি আদর করি এবং যত্ন নেওয়ার চেষ্টা করি।

কিন্তু গত দুদিন ধরে এসে চিকেন পক্স নামের অসুখে অসুস্থ হয়ে পড়ে আছে। এ মত অবস্থায় আমার মনে যে কি ধরনের অশান্তি বিরাজ করছে সেটা হয়তো আমি অন্য কাউকে বুঝতে দিচ্ছি না। অন্য কাউকে সেই বিষয়টা বোঝারও ক্ষমতার দিচ্ছি না। কারণ আমি জানি আমার ছোট ভাইকে আমি কতটা বেশি ভালোবাসি এবং তার জন্য আমি কি কি করতে পারি তা আমি জানি। আমার সাধ্যমত আমি সবসময় চেষ্টা করি সে যেন সবসময় ভালো থাকুক এবং জীবনে উন্নতি করতে পারে।

যদিও আমার মা সে বিষয়গুলো অনেক ভালোভাবেই বোঝেন এবং অনুধাবন করতে পারেন। তার ভার্সিটির খরচ থেকে শুরু করে সবকিছুই আমি দেওয়ার চেষ্টা করি। সে যেন টাকার অভাবে কিংবা এই অভাবগ্রস্ত বিষয়গুলো কোনভাবেই অনুধাবন করতে না। পারে যেগুলোর মধ্য দিয়ে আমি বছরে পর বছর কাটিয়েছি তাকে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করি। সে যেন নিজের সক্ষমতা ভালোভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেই প্রচেষ্টায় সবসময় করতে থাকি। জানিনা আমি কতটুকু করতে পারছি কিনা, তবে আমি আমার সাধ্যমত সবকিছু করার চেষ্টা করছি সে যেন এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 21 hours ago 

ছোট ভাইয়ের পড়াশোনার খরচ এবং সব দায়িত্ব আপনি ভালোভাবে পালন করছেন। অনেক সময় পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু করতে শেখায়।