খালি হাতে এসেছি খালি হাতেই চলে যেতে হবে
আমরা অনেকেরেই ভুল ভ্রান্ত একটি ধারণা পোষণ করি। আমাদের এই দুনিয়াতে যত সব অর্থ রয়েছে যতসব সম্পদ রয়েছে সেটা একান্তই আমাদের। এই বিষয়গুলো ব্যক্তিবেদে তারা বিষয়গুলোর চিন্তাভাবনা কিংবা মন-মানসিকতা ভিন্ন হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবেই মনে করি এই সব কিছুই আল্লাহতালার কিংবা সৃষ্টিকর্তার, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে নেয়ামত দিয়েছেন বিধায় আমরা সেই সম্পত্তির মালিক হতে পেরেছি। তবে সেটা কিছু সময়ের জন্য। কারণ আমরা খালি হাতে এসেছি খালি হাতেই এই দুনিয়া থেকে চলে যাব।
আমি এমন অনেক মানুষ দেখেছি যারা সামান্য একটু জমির জন্য নিজের ভাইয়ের সাথে শত্রুতা করে। যারা একটু সম্পত্তির জন্য নিজের পরিবারের সাথে বেইমানি করে। যারা একটু লোভের কারণে নিজের মানুষের সাথেই বিশ্বাসঘাতকতা করে। এসব মানুষেরা আসলেই দিন শেষে ভুলে যায় এই সব কিছুই আমাদের নয় বরঞ্চ আমাদের শরীর থেকে আমাদের জীবনটা বের হয়ে গেলেই সবকিছু শূন্য হয়ে যাবে, সবকিছুই শেষ হয়ে যাবে।
এমন উদাহরণ দেখতে হলে আপনাদেরকে বা আমাকে খুব বেশি একটা দূরে যেতে হবে না। আমরা নিজ নিজ এলাকার দিকে তাকালেই এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারি। এই তো কিছুদিন আগেই আমাদের এলাকায় এসব নিয়ে অনেক বড় একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল। দুই ভাইয়ের মধ্যে অল্প একটু সম্পত্তি নিয়ে কত ধরনের মারামারি এবং পুলিশ কেস ও হয়ে গিয়েছিল। কিন্তু এই এতটুকু সম্পত্তি নিয়ে তারা কি করবে? হয়তো দুনিয়াতে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে কিন্তু যখন আমরা মরে যাব যখন আমরা এই পৃথিবীতে থাকবো না তখন কি হবে? আমাদের ইসলাম ধর্ম এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোন মানুষের জমি যেন আমরা অপহরণ না করি, কোন মানুষের সম্পদ যেন আমরা অপহরণ না করি, এই বিষয়ে কঠোরতম হুশিয়ারি দেওয়া হয়েছে।
সৃষ্টিকর্তা আমাদেরকে যা কিছু দিয়েছে না কেন সে সবকিছু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আমাদেরকে দেখতে হবে আমাদের চেয়ে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে যারা একটু হতদরিদ্র তারা কিভাবে জীবন যাপন করছে, তারা কিভাবে সবকিছু মানিয়ে নিয়ে এই সমাজের বুকে বিচরণ করছেন। এসব কিছু যখন আমরা অনুধাবন করতে পারব তখন নিজেকে অনেক বেশি খুশি বা সুখী বলে মনে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি আপনার আলাদা একটি ভালোবাসা তৈরি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে।
Your post is very brilliant 👏