জীবন যখন যেমন

girl-5235602_1920.jpg

Source

আমাদের মাঝে অনেকেই এমন মানুষ রয়েছে যারা পরিবর্তনকে অনেক বেশি ভয় পাই। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে যদি আপনি চলতে না পারেন তাহলে জীবনে অনেক জায়গায় আমরা পিছিয়ে পড়ি এবং এ বিষয়টা আমি নিজেই উপলব্ধি করেছিলাম বিধায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমাদের এই জীবনটা অনেকটা মরীচিকার মত। যেখানে অনেক কিছুই আছে আবার কিছুই নেই। সবকিছু আমাদের নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব পরিশ্রমের পরিস্থিতি বলে মনে করি আমি।

সমাজে বেঁচে থাকতে হলে জীবন যখন যে ধরনের রঙের পাল্টাবে সেভাবে আপনাকেও চেঞ্জ হতে হবে। আপনার নিজস্ব ব্যক্তিত্বকে হালকা পরিবর্তন করে জীবনের সাথে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের নিজের কমফোর্ট জোন থেকে বের হতে না পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের জন্য কঠোর সময় অতিক্রম করতে হবে। তখন কিন্তু আবার আপনাকেও নিজেকে পরিবর্তন করতে হবে কিন্তু কষ্ট অনেক বেশি হবে।

নিজেকে অনেকটা পানির মত চিন্তাভাবনা করতে হবে। পানি যেমন সে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করে ঠিক তেমনিভাবে আপনিও সব জায়গায় যেন মানুষ হয়ে থাকতে পারেন, সব জায়গায় যেন আপনি চলাফেরা করতে পারেন। এভাবেই নিজেকে গড়ে তুলতে হবে তাইতো আজকে বলেছি জীবন যখন ঠিক সেভাবেই নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। আপনার কি আমার এই কথার সাথে একমত তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন, আজকের মত এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।

ABB.gif