সৎ মানুষের জীবন কঠিন
আপনারা হয়তো অনেকেই সিনেমায় দেখেছেন যারা সৎ ভাবে জীবন যাপন করেন যারা সৎ পথে চলে তাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি ঘটে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সিনেমার শেষ দিকে দেখানো হয় যারা সত্য পথে ছিল তারাই সব সময় জয়ী হয় এবং তাদের পথকেই আমরা অনুকরণ করি। আমাদের বাস্তব জীবনেও ঠিক একই রকম। আমরা যদি সব সময় সৎ পথে চলাচল করি সেক্ষেত্রে দেখা যদি বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি আমাদের সামনে এসে দাঁড়াবে।
জীবনের প্রতিটা পর্যায়ে আমরা যদি সৎ পথে থাকি এবং সৎ ভাবে আমরা জীবন পরিচালনা করি সে ক্ষেত্রে একটু কষ্ট আসবেই। সেটা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা রয়েছে। তবে এটাও বলা রয়েছে যতই কষ্ট আসুক না কেন আপনাকে ধৈর্যের সহিত সেই সময়টাকে অতিক্রম করতে হবে। কারণ কষ্টের পরেই রয়েছে স্বস্তি এবং এটাই হচ্ছে সৃষ্টিকর্তার একটি প্রদত্ত নিয়ম।
জীবনে সব সময় সৎ পথে থাকতে হবে। সৎ কর্ম করতে হবে একটি কথা মনে রাখবেন, অসৎ পথে আপনি যতই ইনকাম করেন না কেন সেই সব ইনকাম কিংবা সম্পদ সেই অসৎ পথেই ব্যয় হয়ে যাবেন। আপনি একটি মিথ্যা কথা বললে তার পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে কিন্তু পরবর্তীতে সেই সত্য কথাটা সবার সামনে উন্মোচিত হবে এবং আপনি ছোট হয়ে যাবেন। তাই সব সময় সত্যের পথে চলতে হবে।
Thank you, I was impressed by your topic.
Thank you, I was impressed by your topic.
সৎ মানুষের জীবন সত্যি অনেক বেশি কঠিন। ভালো মানুষগুলো সব সময় কষ্ট করে বেঁচে থাকে।বাধা-বিপত্তি লেগেই থাকে।