অন্যের জন্য শুভ কামনা করলে, ওইটা ফিরে নিজের দিকে আসে!
প্রত্যেকটা ধর্মেই প্রার্থনা বলে একটি বিষয় রয়েছে। এই প্রার্থনা আমরা সৃষ্টিকর্তার কাছে করি। নিজের কোন কিছু চাওয়া পাওয়া থাকলে সেটা আমরা সৃষ্টিকর্তার কাছে জানাই। এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের জন্য সবকিছু চাওয়া-পাওয়া থাকে সেই সব বিষয়গুলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকেন। আবার এমনও অনেক মানুষ রয়েছে নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্য মানুষের জন্য প্রার্থনা করেন। সে সব মানুষেরা কিন্তু অনেক বেশি চালাক হয়। চালাকের বিষয়টা কেন জানেন কারণ যেসব মানুষেরা অন্যের জন্য দোয়া করে কিংবা প্রার্থনা করে সেই প্রার্থনা গুলো কিন্তু সৃষ্টিকর্তা তার দিকেই বেশি আলোকপাত সৃষ্টি করে বলে আমি মনে করি।
আমরা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ববোধ আছে এবং সেই জায়গা থেকে যদি আমরা সবার জন্য ভালো কামনা করি কিংবা সবার জন্য প্রার্থনা করি তাহলে দেখা যাবে সবার যেরকম ভালো হবে ঠিক তেমনই আমরাও তো সবার মধ্যেই পড়ি। আমাদের এই দলবদ্ধতা কিংবা সামাজিক বোধ কিংবা যে সমাজে আমরা বসবাস করি সেই বিষয়গুলো কিন্তু উন্নত হবে। তাই আমরা যে যার ধর্মে বিশ্বাসী সেই বিশ্বাস রেখে সবার জন্য ভালো প্রার্থনা করতে হবে। একটি সমাজে বেঁচে থাকতে গেলে ভালো মানুষ থাকবে খারাপ মানুষও থাকবে। সে সকলকে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেসব মানুষেরা খারাপ পথ অবলম্বন করছে তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে যদি তারা সেই বিষয়গুলো বুঝতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে সরে আসবেন। কিন্তু কখনোই আমাদের মানুষ হিসেবে অন্য মানুষের খারাপ চাওয়া কিংবা তাদের কষ্টে খুশি হওয়াটা উচিত নয় বলে আমি মনে করি।
আমি এমন অনেক মানুষ দেখেছি যে সকল মানুষেরা অন্যের জন্য বেশি বেশি প্রার্থনা করেন এবং তাদের নিজের জন্যও তারা অনেক অনেক প্রার্থনা করেন। সেক্ষেত্রে দেখা যায় তিনি যেমন মানসিক একটি শান্তি পান সে ক্ষেত্রে অন্যরাও তার আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু ভালোভাবেই বেঁচে থাকতে পারেন। এসব বিষয়গুলো বিভিন্ন ধর্মগ্রন্থে অনেক ভালোভাবে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। যদিও আমি খুব বেশি ধর্মের সম্পর্কে জানিনা তবে এতোটুকু জানার পরেই এই পোস্ট লেখার চেষ্টা করছি। আশা করছি আপনারা যে সকল ধর্মের অবলম্বিত রয়েছেন তারা এই বিষয়গুলো মন্তব্যে একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন, ধন্যবাদ।