মহাবিশ্ব পরিবর্তন হচ্ছে
আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত এই পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়তই এই মহাবিশ্বের আকার বৃদ্ধি পাচ্ছে এমনকি আর কোন কোন জায়গায় এই বৃদ্ধির হার এত বেশি যেখানে লাইটের স্পিড। অর্থাৎ আলোর গতির থেকেও বেশি জোরে আমাদের এই মহাবিশ্ব বেড়েই চলেছে। জুপিটার আমাদের বড় ভাই হিসেবে কাজ করে। পৃথিবীর দিকে ধেয়ে আসা বিভিন্ন ধরনের অবজেক্ট অ্যাস্ট্ররয়েড কিংবা বড় বড় পাথরগুলো বৃহস্পতি গ্রহ তার নিজের গ্রাভিটির কারণে নিজের বুকে টেনে নেয়। এতে করে পৃথিবীসহ আরো কয়েকটি রকি প্ল্যানেট সেসব অবজেক্টগুলো থেকে রেহাই পায়।
তবে মহাবিশ্ব সম্পর্কে যত আমরা জানতে পারছি যত আমরা জ্ঞান আহরণ করতে পারছি, নতুন নতুন তথ্য গুলো আমরা জানতে পারছি। আজ থেকে ১০ ২০ বছর আগে যে সকল তথ্য নিয়ে আমরা পড়াশোনা করতাম সেসব তথ্য গুলোর অনেক কিছুই ভুল প্রমাণিত হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা ঠিক। কারণ প্রতিটা বিষয়ের একটি লিমিটেশন আছে। আমাদের লিমিটেশন অনুযায়ী তখন আমরা এক্সপ্লেইন করেছিলাম, এখন আমাদের লিমিটেশন একটু বৃদ্ধি পেয়েছে। তাই আমরা নতুন নতুন তথ্যগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারছি।
হয়তো আগামী ৫০ বছর পরে অদূর ভবিষ্যতে আরো নতুন নতুন কিছু তথ্য আমরা আহরণ করতে পারব। তখন হয়তো বর্তমানে যে সবচেয়ে বিষয়গুলোকে আমরা সত্য বলে প্রমাণিত করেছি সেসবগুলো আর সত্য থাকবে না। তখন হয়তো অন্য একটি শক্ত আমরা জানতে পারবো। এইভাবে করেই মহাবিশ্বের সম্পর্কে যত আমরা জানতে পারবো ততো নতুন নতুন তথ্য আমরা এক্সপ্লোর করতে পারব এবং এই বিষয়গুলো প্রতিনিয়তই চলমান থাকবে। আপনার কি মনে হয় এই মহাবিশ্ব আসলে কি এবং এটা কিভাবে কাজ করে।