ভালোবাসার মানুষ
কিছুদিন আগেই আমার বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েকে নিয়ে আমার পরিবার বর্তমানে অনেকটাই এক্সাইটেড রয়েছে। মা-বাবা থেকে শুরু করে আত্মীয়-স্বজনরা সকলেই এই বিষয় নিয়ে অনেকটাই খুশি কিন্তু আমার নিজের কাছেই একটু কেমন কেমন লাগছে। এই মানুষটাকে আমি আজ থেকে হয়তো এক মাস আগেও চিনতাম না। সেই মানুষের সাথে কিভাবে আমি সারা জীবন অতিবাহিত করব? কিভাবে তার সাথে সবকিছু শেয়ার করব এবং তার সাথে কিভাবে নিজের সমস্ত বিষয়গুলো একে অপরের কাছে ভাগাভাগি করে নেব? এই বিষয়গুলো ভাবতেই একটু কেমন লাগছে।
অপরদিকে এটাও ঠিক সেই মানুষটাকে হয়তো আমি ভালোবেসে ফেলেছি। হয়তো সে বিষয়টা কখনো মুখ ফুটে বলা হয়নি সেভাবে তবে তার সাথে এখন প্রতিদিনই কথা হয়। সে এখন আমার ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। তার সাথে যদি একদিন কথা না হয় তাহলে অনেকটাই খারাপ লাগা শুরু করে। এটাই কি আসলে ভালোবাসা নাকি শুধুমাত্র এটা একটি ভালো লাগা? তবে যাই হোক না কেন ভালোবাসা যখন সে আমার ঘরের বউ হয়ে আসবে তখন হয়তো পরিপূর্ণ ভালবাসাটা উপভোগ করতে পারব এবং অনুভব করতে পারব।
আমি আমার ভালোবাসার মানুষের কাছে তেমন কিছু এক্সপেক্টেশন রাখি না। শুধুমাত্র কয়েকটা বিষয়ই তার কাছে চাইবো। সে আমার মা-বাবাকে ভালো রাখবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং সুখের সংসার করবেন এবং আমার সাথে একটু ভালোভাবে চলাফেরা করবে। এতোটুকুই শুধুমাত্র আমার প্রত্যাশা। সে আমাকে কি দিল কিংবা আমাকে কতটা ভালবাসল এই সব বিষয়গুলো আমি খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। যদিও এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার মানুষ সব সময় ভালোবাসার মতোই থাকবে, আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। ধন্যবাদ।