ব্যবহারেই পরিচয় 🖤🥀
সৃষ্টিকর্তা আমাদের সকলকেই তৈরি করেছেন। আমাদের জন্মের হাওয়াতে যেমন আমাদের কোন হাত নেই ঠিক তেমনি আমাদের দৈহিক গঠন কিংবা আমাদের চেহারা কি রকম হবে এক্ষেত্রেও কিন্তু আমাদের কারো কোন হাত নেই। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে আমাদের কন্ট্রোল রয়েছে। যেমন আমাদের আচার-আচরণ, আমাদের ব্যবহার কি রকম হবে, একে অপরের সাথে কিভাবে কমিউনিকেশন করবো। সবকিছুই কিন্তু আমাদের পার্সোনালিটির মধ্যে পড়ে এবং এভাবে করেই মানুষকে যাচ করা উচিত বলে আমি মনে করি।
ব্যবহারে বংশের পরিচয় এই বিষয়টা আমরা সকলেই জানি এবং বিভিন্ন জায়গায় পড়েছিও এবং ছোটবেলায় এই বিষয় নিয়ে বহু রচনা কিংবা প্রবন্ধ ও লিখেছি। এই বিষয়টি কেন বলছি জানেন, আসলে আমাদের আশেপাশে যে সব মানুষ রয়েছে তাদের সাথে আমরা কিরকম ব্যবহার করছি, তাদেরকে কিভাবে সম্মান ভালোবাসা স্নেহ দিচ্ছি এসব করে বিবেচনা করেই আপনার একটি পার্সোনালি গড়ে ওঠে। এই সমাজের মাঝে যদি আপনি ভালো মানুষ হন তাহলে সবাই আপনাকে ভালো মানুষ হিসেবে চিনবে, আবার যদি একটু খারাপ মানুষ হন সে ক্ষেত্রে সবাই কিন্তু আপনাকে খারাপ মানুষ হিসেবে চিনবে। তাই তো বলা হয় ব্যবহারে বংশের পরিচয়।
নিজের জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে যেন সমাজের সকল মানুষ আমাদেরকে ভালোভাবে চেনে। নিজেদের ব্যবহার এমন ভাবেই তৈরি করতে হবে যেন আপনার ব্যবহার কোন সুন্দর হয়, সবাইকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন। যেই মানুষই হোক না কেন ছোট কিংবা বড়। সে ক্ষেত্রে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। হয়তো আমাদের চেহারা কিংবা শারীরিক ঘটনা আমাদের কন্ট্রোলে নেই কিন্তু আমাদের ব্যবহার কিংবা আমাদের আচার-আচরণ এই সবকিছু আমাদের কন্ট্রোলে রয়েছে। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।