ভরসা কে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে আমাকে যদি আমার ভরসার জায়গা কিংবা ভরসার মানুষ কে সেটা জিজ্ঞেস করি।তাহলে আমার আসলে উত্তর দিতে দু মিনিট ও দেরি লাগবে না। শুধু তাই নয়, আমার আসলে উত্তর দিতে একটুও ভাবতে হবে না। কারণ আমার উত্তর আসলে একটা ই থাকবে। অর্থাৎ পৃথিবীর উল্টে গেলেও হয়তো আমার উত্তর কখনো বদলাবে না এবং সেই উত্তরটি হলো আমাদের ভরসা কে? এটা নিয়ে কারণ আমার আসলে মনে হয় যে, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ভরসা হলো আমার মা। অর্থাৎ সকলের জীবনের সর্বশ্রেষ্ঠ ভরসা হলো তাদের মা। আমি জানিনা আসলে আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন কিনা।

কিন্তু আমার সত্যি মনে হয় যে আমাদের জীবনে আমাদের মায়েদের আমরা যতোটা ভরসা করতে পারি। পৃথিবীতে আমরা আর কারো উপরেই ততোটা ভরসা করতে পারবো না। কারণ প্রতিটি সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে স্বার্থ জড়িয়ে থাকে। আর সে কারণে আসলে আমাদের সম্পর্কগুলোতেও আসলে অনেক রকমের স্বার্থ লুকানো থাকে। কিন্তু শুধুমাত্র মা এর সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো একেবারে স্বার্থহীন।

কিন্তু আফসোসের বিষয় হলো, অনেক সময় এমন অনেক ঘটনা দেখি।যেখানে আসলে সন্তানেরা মায়েদের এতোটাই কষ্ট দিচ্ছে যে, মাকে পৃথিবীতেই যেনো জাহান্নামের মতোন অবস্থান দিয়েছে। যেটা সত্যিই খুব কষ্টের। কারণ আমরা যারা আমাদের মায়েদের অনেক বেশি ভালোবাসি। তাদের জন্য আসলে এই দৃশ্যটি দেখা যে কি পরিমান কষ্টের। সেটা হয়তো আমরা যারা সত্যিকার আমাদের বাবা-মা বিশেষ করে মাকে ভালোবাসি। আমরা সকলেই খুব ভালো করে জানি। সর্বশেষ কথা হলো, আমাদের সকলের মায়েদের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ উনি আমাদের জন্য নিঃস্বার্থভাবে আজীবন করে গিয়েছেন।

ABB.gif

Sort:  

I have a deep understanding of the content of the article, my current life was built by relying on my mother's financial support at the beginning, although I am now financially independent and able to take care of the whole family, but I will never forget my dedication to my mother.