আঘাত শক্ত বানায়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম আপনাদের সাথে এমন একটা লেখা শেয়ার করি। যেটা আমি মনে করি আমার নিজের সাথে ঘটেছে। তো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে বরাবরই আমার ভালো লাগে। তো আজকে লেখাটি ও তার ব্যতিক্রম নয়। আসলে আমি সব সময় যেটা দেখেছি যে আমাদেরকে যদি কোনো মানুষ আঘাত করে সে ক্ষেত্রে আসলে সেই আঘাত আমাদেরকে নরম করে না। অর্থাৎ অনেকবার হয়তো আমাদেরকে সেই আঘাত নরম করে দেয়। কিন্তু বেশিরভাগ সময় সেই আঘাত আমাদেরকে আরো শক্ত করে।
তার কারণ হলো আমরা যখন কোনো কিছু করি। তখন কিন্তু তার পিছনে আমাদের একটা কোমল হৃদয় থাকে। হয়তো সেখানে অনেক সময় ভুল হয়ে যায়। যেহেতু মানুষ আসলে জন্ম থেকে কোনো কিছুই শিখে আসে না। সে ক্ষেত্রে আসলে অনেক রকমের ভুল হয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায়। সেটা হলো, আমরা যে ভুল করি সেটার জন্য কেউ যদি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তাহলে কিন্তু আমরা হয়তো বুঝেও নেই।
কিন্তু এরপরে যেটা দেখি সেটা হলো আমরা আসলে আমাদেরকে যেভাবে দেখতে চাই, সেভাবে পাই না। অর্থাৎ আমরা যেভাবে ভাবি যে আমাদেরকে কেউ শান্তভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। সেটা আসলে হয় না। বেশিরভাগ সময় দেখা যায় ওই ছোটখাটো ভুলের জন্য মানুষ আমাদেরকে অনেক বেশি আঘাত করে। তবে এই আঘাতকে আমি পজেটিভ ভাবেই নেই। কারণ আঘাত অনেক সময় আমাদেরকে আরো শক্ত করে। ধরুন কেউ আমাদেরকে কোনো কিছু না পারা নিয়ে অপমান করলো।তখন দেখবেন যে সেই না পারা নিয়ে অপমান কিন্তু আমরা আরো শক্তভাবে নেবো।অর্থাৎ আমরা আরও কঠোরভাবে সেই না পারাকে পারার মধ্যে কনভার্ট করার চেষ্টা করবো এবং অনেক অংশে আমরা সেটা সফল ও হই। তাই আমাদের জীবনে আসলে অনেক সময় আঘাত এর প্রয়োজনীয়তা রয়েছে।