নতুন জীবনের সূচনা
প্রত্যেকটি মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটোই আসে। মাঝে মধ্যে এই ভালো খারাপ সময়ের মধ্যেই আমরা পড়ে থাকি। আবার নিজের জীবনে এমন কিছু নতুন নতুন সিদ্ধান্ত চলে আসে যেসব সিদ্ধান্তর কারণে হয়তো আপনার পরবর্তী জীবনের সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যাবে। ঠিক তেমনিভাবে বিয়ে আমাদের সমাজে এমন একটি বিষয় যার কারণে একটি ব্যাচেলর লাইফ, বিশৃঙ্খলার লাইফে শৃঙ্খলার মধ্যে চলে আসে।
আমার পরিবারে ইতিমধ্যেই এই সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে এবং আমিও সেই সিদ্ধান্তে অনর রয়েছি। আশা করা যায় নতুন জীবনটা অনেক ভালোভাবেই শুরু করতে পারব এবং নতুন জীবনের নতুন অধ্যায়গুলো আরো সুন্দর এবং মধুরময় হবে । এটাই সৃষ্টিকর্তার কাছে বর্তমানে প্রার্থনা করছি। বর্তমানেই বর্তমানেই আমার পরিবারের ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ দেখতে পাচ্ছি এই বিষয়টি ঘিরে। ইতিমধ্যেই আমার পরিবারের উদ্দীপনা গুলো আমি দেখতে পারছি বিভিন্ন ধরনের শপিং থেকে শুরু করে বিভিন্ন আনুষাঙ্গিক কাজগুলো তারা ভালোভাবেই করছেন এবং আনন্দ উদ্দীপনা সাথেই করছে সবার মধ্যেই একটা আলাদা অনুভূতি অনুভব করতে পারছি।
কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে কি চলছে এটা আমি কারো সাথেই শেয়ার করতে পারছি না, কিভাবে সবকিছু ম্যানেজ করব, কিভাবে সকলের দায়িত্ব নেব, কোথায় কি করতে হবে। এসব কিছু আমি কিছুই জানিনা এবং কিছুই বুঝতে পারছি না তবে আর যাই হোক না কেন আমার ক্লাসমেট কয়েকজন বন্ধু আমাকে বেশ কিছু আইডিয়া দিয়েছে। দেখি সেসব আইডিয়াগুলো কতটুকু কাজে লাগে এবং কত ভালোভাবে সেই বিষয়গুলো আমি হ্যান্ডেল করতে পারি। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন ধন্যবাদ।