কঠোর শাসনটাই যেনো জরুরি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কঠোর শাসন বলতে আমি যেটা আজকে বুঝাতে চেয়েছি। সেটা হলো সন্তানের প্রতি বাবা-মা এর কঠোর শাসন। আসলে কঠোর শাসন এক্কেবারে বলা চলে যে লবণ এর মতোন। অর্থাৎ খাবারের লবণ যেমন বেশি দিলে সেই খাবার একেবারে খাওয়ার অযোগ্য হয়ে যায়। ঠিক একইভাবে খাবারের লবণ কম হলেও কিন্তু সেই খাবার একেবারে খাওয়ার অযোগ্য হয়ে যায়। ঠিক একইভাবে শাসনটাও একই। অর্থাৎ আসলে শাসন যদি একটি সন্তানকে অনেক বেশি কম করা হয়। তাহলে সেই সন্তান যেমন বখে যাবে। ঠিক একইভাবে সেই সন্তানকে অতিরিক্ত শাসন করা গেলেও সেই সন্তান ভুল কোনো সিদ্ধান্তই গ্রহণ করবে।
আর আমার সাধারণত যারা এখনো বাবা-মা হইনি। অর্থাৎ সন্তান রয়েছি কিংবা আমাদের বাবা-মা রয়েছে। আমরা আসলে সবসময় এটাই ছোটবেলা থেকে ভেবেছি যে সন্তানদের কিংবা ছেলেমেয়েদের কঠোর শাসন করা কখনোই উচিত নয়। সবসময় সুন্দর ব্যবহার করা উচিত অথবা সবসময় কোমল ব্যবহার করা উচিত। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা। আমি আমার মতামত বদলাচ্ছি। কারণ আমার মনে হয় যে বর্তমান জেনারেশন বা বর্তমান সামাজিক পরিস্থিতি যা ভয়ংকর হয়েছে। তাতে আসলে সন্ধানদের প্রতি বাবা মায়েদের কঠোর শাসন অনেক বেশি জরুরী।
আমার কাছে বর্তমানে সত্যিই এটা মনে হয় যে, বাবা মায়েরা যদি সন্তানদেরকে কঠোর শাসনে না রাখে। তাহলে সেই সন্তান খারাপ হতে একটুও সময় লাগবে না। শুধু তাই নয়, সেই সন্তান আসলে খারাপ হতে একটুও সময় নেবে না এবং আমরা যারা কঠোর শাসনের মধ্যে বড় হয়েছি কিংবা এখনো যারা কঠোর শাসনের মধ্যে রয়েছি। কখনো না কখনো এটা অবশ্যই আমরা বুঝতে পারি যে, আমাদের এই ভালো থাকার পেছনে কিংবা আমাদের এই স্বভাব ভালো থাকার পিছনে একমাত্র বাবা মায়েদের ওই কঠোর শাসন টাই কিন্তু রয়েছে। অর্থাৎ একটা সময় বিরক্ত লাগতো।কিন্তু এটা আমাদের জন্য বলা চলে যে এটা আশীর্বাদ স্বরূপ।