অপূর্ণতা মানেই তো শেষ নয়


desperate-5011953_1920.jpg

Source

অপূর্ণতা মানেই তো শেষ নয় বরং এটি একটা সূক্ষ্ম অনুভব। যা থেকে যায়, চোখের কোণে। যেন হৃদয়ের হেমন্তে কোনো গল্প শুরু হতেই থেমে যায়। অপূর্ণতা মানেই, মেঘলা আকাশের মেঘগুলো যেন কালো হয়ে যায় কিন্তু অঝোর বৃষ্টি হয়ে আর মাটিতে নামতে পারে না, এটাই হচ্ছে অপূর্ণতা। আমরা বেঁচে থাকতে যদি সবগুলো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে কিংবা আমাদের আশা বা মনোকামনা রয়েছে সে সবকিছু যদি পূর্ণতা পেয়ে যায় তাহলে জীবন আর জীবিকার কোন উদ্দেশ্যই থাকবে না, তাই জীবনে বেঁচে থাকতে গেলে অপূর্ণতার প্রয়োজনীয়তা রয়েছে।

এটা আমাদের মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যেসব চাই যেসব আশা-আকাঙ্ক্ষা করি যে সব বিষয়বস্তুকে পাওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, সবকিছুই আমাদের কপালে জুটবে না, সবকিছুই আমাদের হবে না বরঞ্চ কিছু কিছু জিনিস দূর থেকেই অনেকটা সুন্দর। দূর থেকে উপভোগ করার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। সেটাকে আমরা নাম দিয়েছি অপূর্ণতা।

তবে অনেক মানুষ আছে এই অপূর্ণতার জন্য নিজের জীবনকে শেষ করে দেয়। নিজের জীবনকে তারা এমনভাবে তৈরি করে নিয়েছে যেন, সেই বিষয়বস্তু সে যদি না পায় তাহলে তার জীবনের কোন উদ্দেশ্য কিংবা লক্ষ্য থাকে না। তাই তো মাঝেমধ্যেই আমরা বিভিন্ন ধরনের পাগল দেখতে পাই। যারা হয়তো ভালোবাসার কষ্টে কিংবা অন্য কোন কষ্টে নিজেকে সামলে নিতে পারেনি। বরঞ্চ তারা সেই ভালোবাসার মোহে পাগল হয়ে গেছে। অপূর্ণতার ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম হতে পারে। আপনার কি মনে হয় তা অবশ্যই মন্তব্যে চালাতে পারেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ritzy-writer, this is a truly poignant piece on "অপূর্ণতা" (Incompleteness)! The way you've woven the concept of incompleteness into the fabric of life, highlighting its necessity for purpose and appreciation, is beautifully done. Your metaphor of the dark, rainless clouds perfectly captures the feeling. It's so true that chasing absolute fulfillment would leave us without drive.

I especially appreciate your point about accepting that some desires will remain distant, and finding beauty in that distance. It's a powerful message, particularly in a world obsessed with achieving everything. The gentle reminder to cherish the journey and not let "অপূর্ণতা" lead to despair is crucial. I think many will find solace and perspective in your words.

What a thought-provoking reflection! I'm eager to read others' interpretations of "অপূর্ণতা" in the comments. Thanks for sharing this gem!