মানসিক শান্তি কোথাও নেই


morning-2243465_1920.jpg

Source

বর্তমানে মধ্যবিত্ত পরিবারের যা কিছু দরকার সবকিছুই প্রায় আমার মধ্যে রয়েছে, নিজের বাবা-মা এখনো বেঁচে আছে এবং আমরা সুখের সংসার করছি। এছাড়াও নতুন বিয়ে করেছি আমার বউ ও মাশাল্লাহ অনেক ভালো এবং পরিবারের সকলকে একত্রিত করে অনেক ভালোভাবেই রেখেছে। আমরা সুখে শান্তিতেও সংসার করছি, তারপরও কেন জানি কোন কিছুর একটা কমতি প্রতিনিয়ত আমাকে গ্রাস করে ফেলছে। আমি আসলে বুঝে উঠতে পারছি না এই বিষয়টা কেন ঘটছে কিংবা কোন কারনে হচ্ছে।

কেন জানি মনে হচ্ছে এই পৃথিবীতে কোথাও মানসিক শান্তি নেই, যেই জায়গায় গেলে আমি একটু শান্তিতে বসে থাকতে পারবো, শান্তিতে জীবনের মুহূর্তগুলো উদযাপন করতে পারবো, কিন্তু আমার অবস্থা বিবেচনা করলে আমি নিজেই আর নিজের অশান্তির কারণগুলোকে বা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছিনা। তবে মানছি বিভিন্ন ধরনের চাপ রয়েছি, কাজের চাপ রয়েছি, পড়াশোনার চাপ রয়েছি, সবমিলিয়ে একটু ব্যস্ততম সময় পার করি। কিন্তু যখন অবসর থাকি তখন কেন জানি সেই বিষয়গুলো আমাকে গ্রাস করে ফেলে। বুঝে উঠতে পারছে না যে ব্যক্তিগতভাবে আমার কি হয়েছে!

এইতো কয়েকদিন আগেই রমজান মাস চলে গেল সেই সময়টাতেও আমি অনেক অশান্তির মধ্যেই ছিলাম। তারপরও আমি চেষ্টা করেছি সৃষ্টিকর্তার দরবারে গিয়ে প্রার্থনা করার জন্য এবং এসব থেকে যেন আমি বের হয়ে আসতে পারি। এই বিষয়গুলো বলার জন্য যদিও সৃষ্টিকর্তার ছারা আর আমাদের কেউ নেই। যিনি আমাদেরকে স্বার্থ ছাড়া ভালবাসবে। তবে কেন জানি মানসিক শান্তিটা ভালোভাবে উপভোগ করতে পারছি না। মনের মধ্যে একটা কিন্তু সবসময় লেগেই রয়েছে। জানিনা এই বিষয় থেকে কিভাবে বের হয়ে আসব। যদি এরকম সিচুয়েশনে আর কোন সমাধান থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন।

ABB.gif