মানুষ প্রয়োজনে যতোটা কাছে আসে
স্বার্থের এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ আপনার খোঁজখবর নেবে না। এটা হয়তো আপনার সকলেই জানেন। এই পৃথিবীতে এমন একটি মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে মানুষটা স্বার্থ ছাড়া আপনার সাথে চলাফেরা করে, স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। প্রত্যেকটা বিষয়ের পিছনেই একটি স্বার্থ লুকিয়ে রয়েছে। সেই স্বার্থ যদি হাসিল হয়ে যায় তাহলে আর হাজারো চেষ্টা করেও আপনি তার কাছ থেকে ১০ মিনিট সময় নিতে পারবেন না। এটি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি।
আপনার সাথে যদি কোন প্রয়োজন থাকে তাহলে দেখবেন সেই ব্যক্তি আপনাকে সব সময় ফোন দিচ্ছে। বিভিন্ন সময় আপনার সাথে কথা বলছে, আড্ডা দিচ্ছে এবং ঘুরতে যাচ্ছে। কিন্তু সেই স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো আর হবে না। বরঞ্চ সেই মানুষটা আপনাকে ইগনোর করবে। এসব মানুষগুলোকে আইডেন্টিফাই করা খুবই জরুরি আমাদের এই জীবনের জন্য। তা না হলে আমরা একটি মরিচিকার মধ্যে পড়ে থাকবো।
একটি কথা আছে, প্রয়োজন শেষ তো সবকিছু শেষ। এই বিষয়টি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রকৃত অর্থে আমাদের জীবন নির্বাহ করার জন্য অনেকগুলো বন্ধু-বান্ধবের প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি মনের মত বন্ধু যদি থাকে যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং এটা মনে করতে পারেন যে সেই বন্ধুর দ্বারা আপনার কোন ক্ষতি হবে না। তাহলেই এই জীবনটা অনেক সুন্দর ভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে।
প্রয়োজন শেষ তো সবকিছু শেষ আপনার এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগলো সেই সাথে আমি আপনার এই কথার সাথে সহমত ও বটে। বর্তমান দুনিয়ায় স্বার্থ ছাড়া কখনোই কেউ কারোর সাথে যোগাযোগ পর্যন্ত রাখেনা সহযোগিতা করা তো দূরের কথা। আর এরকম বন্ধু পাওয়া বর্তমান সময়ে বড়ই দুষ্কর যে বন্ধুর কথা আপনি বলেছেন।