চলে যাবো একদিন বহু দূরে


woman-1958723_1920.jpg

Source

আমাদের প্রত্যেকের এই জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং প্রত্যেকের জীবনের সমস্যাই নিজেদের কাছে অনেকটা বেশি বড় মনে হয়। আমি যে সমস্যার মধ্যে বর্তমানে রয়েছি এই সমস্যাটাও আমার কাছে অনেক বড় এবং মাঝামাঝি ইচ্ছে হয় সবকিছু ছেড়েছুড়ে দূরে কোথাও চলে যাই। যেখানে থাকবে না আর কোন টেনশন শুধুমাত্র আমি থাকবো এবং একাকীত্ব আমার সঙ্গী থাকবে।

জীবনের নানান্মুখী সমস্যায় এতটাই জর্জরিত হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল সবকিছু ছেড়েছুড়ে কোথাও চলে যাই। এমন একটা জায়গায় যেখানে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারব, যেখানে থাকবে না কোন টেনশন, না থাকবে কোন দায়িত্বের বোঝা, সবকিছুই মনে হবে আমার কন্ট্রোলে রয়েছে। যেখানে আমি আমার নিজেকে অনুভব করতে পারবো। যেখানে আমি আমার অস্তিত্বকে অনুভব করতে পারব। এমনই একটি জায়গায় চলে যেতে চাই কিন্তু চাইলেই তো আর সব কিছু করা সম্ভব হয়ে ওঠেনা।

আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এ ধরনের চিন্তাভাবনা মাঝেমধ্যেই এসেছে। কিন্তু আমরা চাইলেই কিন্তু সবকিছু গড়ে তুলতে পারিনা। তবে আমি যে এই পোস্ট লিখছি এই পোস্টের মাঝে আমি আমার মনের কথাগুলো বলে নিজেকে হালকা করার চেষ্টা করছি। আর যাই হোক সবকিছু ছেড়েছুড়ে তো আর দূরে কোথাও চলে যেতে পারি না। নিজের দায়িত্ববোধগুলো থেকে তো মুখ ফিরিয়ে নিতে পারি না। কিন্তু নিজের মনটা তো একটু হালকা করতে পারি, তাই এই বিষয়ে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ।

ABB.gif