ঈদ সালামী
এইতো গত দুদিন আগেই আমাদের ঈদুল ফিতর উদযাপন হয়ে গেল। এই ঈদের আনন্দ কে ঘিরে আমাদের পরিবারেরও মেতে উঠেছিল আনন্দে এবং সেইসাথে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে দিনগুলো এতটাই ভালো যাচ্ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এই ঈদের আনন্দ হাজার গুনে বৃদ্ধি পেয়ে যায়। ঠিক যেমনটা আমরা ঈদ উদযাপন করতাম সে রকমই তারা এখন এই উদযাপন করছে।
ঈদের সালামি এমন একটি বিষয়ে যেই বিষয়টার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ ফুটে ওঠে। এর মাধ্যমে বড় এবং ছোটদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়। আমি যখন ছোট ছিলাম তখন ঈদের আগের দিনই সবকিছু হিসাব করে রাখতাম কোথায় কোথায় যাব, কার কাছ থেকে সালামী তুলব। এসব কিছু আমি আশা করছি আপনারা হয়তো মনে মনে এটাই চিন্তা করছেন আপনাদেরাও ছোটবেলায় এ ধরনের কার্যকলাপ করতেন। হাহাহা মিথ্যা বলবেন না কিন্তু।
নতুন বিয়ে করেছি এবং বিয়ের পর এটাই আমার প্রথম ঈদ। নতুন জামাই হিসেবেও আমার অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সব মিলিয়ে এবার নতুন টাকার একটা বান্ডিল ম্যানেজ করতে সক্ষম হয়েছিলাম এবং আমাদের আত্মীয়-স্বজন যত পিচ্চি বাচ্চা ছিল সবাইকেই ঈদের সালামি দেওয়ার চেষ্টা করেছি। যদিও প্রতিবারই ঈদের সালামি দেওয়া হয় তবে এই ঈদ আমার জন্য স্পেশাল ছিল তাই স্পেশাল ভাবেই সবাইকে সালামী দেওয়া হয়েছিল, এটাও একটি আনন্দঘন মুহূর্ত ছিল।