মনের কাঠিন্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষের মন কঠিন না নরম, এতো কঠিন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ হয়তো এই বিষয়ে আমার নিজেরও অভিজ্ঞতা বলি কিংবা জ্ঞান বলি কোনোটাই পর্যাপ্ত পরিমাণে নেই। যে আমি এই বিষয়ের মতোন কঠিন বিষয় কথা বলতে পারবো। তবে হ্যাঁ নিজের কিছু ব্যক্তিগত ব্যাপার হয়তো আমি বলতে পারবো অর্থাৎ ব্যক্তিগত মতামত হয়তো আমি দিতে পারবো। তবে এই বিষয় নয়। এটার সাথে সম্পর্কিত অন্য একটি বিষয়, লিখাটি পড়লেই অনেকটা বুঝতে পারবেন।

আসলে এখানে আমি যেটা বুঝাতে চেয়েছি। সেটা হলো, আমাদের মন হয়তো বা প্রথম দিকে খুব নরম থাকে, খুব নিষ্পাপ থাকে, খুব কোমল থাকে। কিন্তু সময়ের কষাঘাতে ধীরে ধীরে মানুষ যখন আমাদেরকে যন্ত্রণা দেওয়া শুরু করে তখন আসলে আমাদের মন অনেকটা ইস্পাতের মতো কঠিন হয়ে যায়। আসলে আমাদের এই মনের কাঠিন্যতার জন্য কিন্তু আমরা একা কখনো দায়ী নয়। কারণ ভেবে দেখুন, আমাদের মন কিন্তু একটা নিষ্পাপ মন ছিলো। কিন্তু যতো সময় পেরিয়ে যায়, ততোই আমাদের মনের কঠিনতা বাড়তে থাকে। আমরা জটিল থেকে জটিলতর হতে থাকি। আমাদের মস্তিষ্ক কাজ করতে থাকে জটিল ভাবে। অর্থাৎ সবকিছুই একটা জটিলতার মধ্যে চলে আসে। সবকিছুকে জটিলতা যেনো গ্রাস করে নেয়।

আসলে এই সবকিছুর পিছনে আমি যেটা মনে করি। সেটা হলো, এই যে আমাদের মন যে ধীরে কঠিন হয়ে যায়। সেটার জন্য আমাদের চারপাশের মানুষেরাই দায়ী। কারণ তারা আমাদেরকে একের পর এক এত মানসিক আঘাত দেয় যে একটা সময় পরে আসলে আমাদের হৃদয় একেবারে কঠিন হয়ে যায়। আমাদের আর কোমল মন কারো জন্যই কাঁদে না। কারো জন্যই হয়তোবা সে অপেক্ষা করে না। হয়তোবা আমাদের মন কখনো কখনো কাঁদে। তবে তা গোপনে, তা আর প্রকাশিত হয় না। প্রকাশিত হয় না কারণ আমাদের চারপাশের মানুষেরা আমাদের হৃদয়কে কখনোই মূল্য দেয় না। আর সে কারণেই আমাদের হৃদয় কঠিন থেকে কঠিনতর হয়ে উঠে।

ABB.gif