মানুষ তো সবাই ভালো, যত-ক্ষ'ণ প'র্য'ন্ত খারাপ সময় না আসে !
একটা বিষয় কি জানেন, আমাদের এই দুনিয়াতে আমাদের এই সমাজে সবাই ভালো থাকার চেষ্টা করেন। সবাই দেখানোর চেষ্টা করে, আমরা সব সময় ভালো বন্ধু হয়ে, ভালো সুভাকাঙ্খী হয়ে তোমাদের পাশে দাঁড়াবো। কিন্তু যখন বিপদ আসে যখন আসলেই শুভাকাঙ্ক্ষী বলতে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। সবাই বলে আরেকটু আগে জানালে হয়তো আমি ভালো কিছু করতে পারতাম কিংবা আর একটু আগে জানালে আমি তোকে এই সাহায্যটা করতে পারতাম।
আমাদের এই জীবনে বাঁচতে হলে অবশ্যই এসে ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। এ ধরনের মানুষেরা সুযোগ বুঝে আপনার কাছ থেকে শুধু দূরে সরে যাবে। অনেকটা দুধের মাছির মত অর্থাৎ কিছু সু সময়ের বন্ধু। এসব মানুষকে আইডেন্টিফাই করে নিজের লিস্ট থেকে বাদ দিয়ে রাখতে হবে তা না হলে হয়তো ওদের ভবিষ্যতে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে আর আপনি কাউকেই পাবেন না।
ভালোবাসা বিশ্বাস এই সবকিছুই একা লিমিটেশন রয়েছে। সবাইকে ভালোবাসা কিংবা বিশ্বাসের ঘরে রাখা যাবে না। যেই মানুষটা ভালোবাসা পাওয়ার যোগ্য যেই মানুষটা বিশ্বাস পাওয়ার যোগ্য শুধুমাত্র তাকেই এই ঘরে রাখা উত্তম বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।