কম খরচে বেশি সঞ্চয়ের কৌশল


euro-6573836_1920.jpg

Source

আমরা যারা এখানে কাজ করছি আমরা প্রায় সকলেই মধ্যবিত্ত পরিবার এবং মধ্যবিত্ত পরিবারের তাদের ইনকামের থাকে লিমিটেড এবং তারা জানে তাদের মাসিক খরচ কত। মাসে কোন কোন জায়গায় কতটুকু খরচ করতে হবে। কতটুকু সঞ্চয় করতে হবে আবার কোন কোন মানুষ তো এমন আর্তনৈতিক অবস্থানে পড়েছে তারা যতটুকু ইনকাম করে তাদের খেয়ে পড়ে বেঁচে থাকতেই সেগুলো শেষ হয়ে যায়।

সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঞ্চয় না থাকলে বিপদের সময়ে আসলে আপনি কাউকে খুঁজে পাবেন না। তাই প্রতিনিয়ত আমাদের সঞ্চয় করা দরকার। যেই সঞ্চয়টা আপনাকে ভবিষ্যতে একটু হলেও নিশ্চয়তা দেবে আপনার পাশে যদি কোন আত্মীয়-স্বজন কিংবা আপনার সন্তানেরাও না থাকে সেক্ষেত্রেও আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন কারো কাছে হাত পাততে হবে না তাই জন্য এখন থেকে সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আমরা মাঝেমধ্যেই আবেগবশত এমন অনেক জিনিসপত্র কেনাকাটা করে যেগুলো আসলে বর্তমানে আমাদের না হলেও চলত। বর্তমানে প্রযুক্তির গত যে উন্নতি হয়েছে তার মাধ্যমে আমরা ঘরে বসে বসেই বিভিন্ন পন্য দেখতে পারি এবং সেগুলোকে অর্ডার করতে পারি। এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আবেগের বসে কোন ধরনের কোন কিছু কেনাকাটা করা যাবে না বরংচ নিজেকে প্রশ্ন করুন এই পণ্য কি আমার শক্তি দরকার? যদি এই দরকারটা হ্যা হয় তাহলে অবশ্যই সেটাকে কেনা উচিত তবে। সেটার জন্য দুই তিন দিন অপেক্ষা করতে হবে। হয়তো আপনার মন তবে পাল্টে যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ মেথড বলে আমি মনে করি। আশা করছি এই মেথড আমরা সকলেই ফলো করব ধন্যবাদ।

ABB.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 yesterday 

আমি অনেককে দেখেছি যারা আবেগের বসে ভিন্ন রকমের কিছু জিনিস অর্ডার দিয়ে থাকেন কিন্তু পরবর্তীতে দেখেছি সেই জিনিসটি তার মোটেও প্রয়োজন ছিল না বা দরকার ছিল না তো সেই প্রেক্ষিতে আমি আপনার সাথে সহমত আমাদের অবশ্যই যে জিনিসটার প্রয়োজন নেই বা কোন জিনিস কেনার মনস্থির করলে সেটার জন্য অন্তত ২-৩ দিন অপেক্ষা করা দরকার তাহলে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে।