বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাক, আমার সকল দুঃখ
আমরা মানুষ আমাদের জন্মের পর থেকেই আমাদের সাথে সাথে সমস্যার জন্ম হয়ে যায় এবং এই সমস্যা একেবারে শেষ হয়ে যায় শুধুমাত্র আমাদের মৃত্যুর কারণে। এর আগ পর্যন্ত কখনোই সমস্যার সমাধান হয়ে ওঠে না। একটি সমস্যার সমাধান করলে আরো দুটি সমস্যা আমাদের দরজায় এসে কড়া নাড়ে। তাই আমাদের এই জীবন বাঁচতে হবে সেই সমস্যার মধ্য দিয়ে এবং আমাদের জীবনকেও উদযাপন করতে হবে, এই সমস্যার মধ্য দিয়েই।
আমরা প্রায় সকলেই জানি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কারণ আমাদের মধ্যে বিবেক রয়েছে আমাদের মধ্যে চিন্তা করার আলাদা একটি ধর্ম রয়েছে। যেটা হয়তো অন্যান্য প্রাণীর মধ্যে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এই চিন্তার মাধ্যমেই আমরা অনেক কিছুই করতে পারি আমাদের মধ্যে এতটা শক্তি রয়েছে আমাদের চিন্তাশক্তির মধ্যে যার কারণে হয়তো আমরা বাস্তবিকতাকেও মাঝেমধ্যে হার মানিয়ে ফেলি।
ঠিক তেমন একটি বিষয় হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আমরা একটি শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করি। বৃষ্টির মধ্যে আমাদের সকল দুঃখ কষ্টগুলোকে ভুলে বৃষ্টির যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই বিষয়টা আমরা ভালোভাবেই অনুধাবন করতে পারি। এবং সেই বিষয়টাকেই আমরা এমনভাবে মস্তিষ্কের সেটআপ করে নিয়েছি। যার কারণে বৃষ্টি আসলেই মনে হয় যেন আমাদের দুঃখ কষ্টগুলো এভাবেই ধুয়ে মুছে যায়। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে।
Wow, @ritzy-writer, this post is truly thought-provoking! I love how you've connected the universal human experience of facing problems with our unique ability to find solace and even beauty in moments like a rain shower. The image you selected is powerful, perfectly capturing the pensive mood. Your point about problems being a constant companion until death really resonates, but you also beautifully emphasize our capacity to celebrate life amidst those challenges. I especially appreciate your insight into how we, as thinking beings, can find peace and a sense of cleansing in the rain, almost willing our troubles away. Thank you for sharing this perspective, it's definitely given me something to ponder today. Readers, what are your thoughts on finding peace amidst life's challenges? Let's discuss!
বাহ খুব সুন্দর হয়েছে।। হ্যাঁ বৃষ্টি হলে একটা আলাদাই অনুভুতি জাগে মনে।।