সম্পর্ক নামক খেলাঘর

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় প্রতিটি খেলার যেমন একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঠিক একই ভাবে প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যে নির্দিষ্ট নিয়ম আমরা ভঙ্গ করলে সেই খেলা যেমন আর কখনোই আর সঠিকভাবে খেলা যায় না কিংবা সেই খেলার আউট কাম আর সঠিকভাবে আসে না। ঠিক একই ভাবে প্রতিটি সম্পর্ক ঠিক একই ছন্দে চলে। অর্থাৎ প্রতিটি সম্পর্কের নিয়ম-কানুন গুলো যদি মানা না হয়। অর্থাৎ যদি একটা সময় এমন আসে যে নূন্যতম নিয়মগুলো আর মানা হচ্ছে না। তখন আসলে সেই সম্পর্ক তার রূপ।অর্থাৎ তার শেষ রূপ আর ধারন করতে পারে না। সে সম্পর্ক সেখানেই ভেঙে যায়, তলিয়ে যায় নদীর অতল অন্ধকারে।

তাই এ হুট করেই আমার মনে হলো, প্রতিটি খেলা ঘরের সাথেই যেনো আমাদের সম্পর্কের মিল রয়েছে। প্রতিটি সম্পর্কের গাঁথুনি যেমন খুব আলাদা। ঠিক একইভাবে প্রতিটি সম্পর্কের বিশ্বাস, ভরসা, আত্মমর্যাদা আত্মসম্মান আলাদা সবকিছুই আলাদা. তাই কিছু কিছু যখন আসলে আমরা একসাথে আর নিতে পারি না।অর্থাৎ সবকিছু যখন একসাথে আসলে আর সামলাতে পারি না। তখন যেনো আমরা নিজেরাই নিজেদের সম্পর্ক গুলোকে একটা সময় একেবারে শেষ করে ফেলি। এতোটাই সম্পর্ক গুলোকে নষ্ট করে ফেলি, এতোটাই নিয়ম বহির্ভূত কাজ করতে থাকি যে ওই সম্পর্ককে আর কোনোভাবেই যেনো জোড়া লাগানো যায় না।

সম্পর্ক নামক এই খেলাঘর কখন যে ভেঙে তলিয়ে যায় আমরা সেটা টের পাই না হয়তো বুঝতে পারি একেবারে শেষ মুহূর্তে এসে। যেমনটা আমরা আমাদের ভালোবাসার মানুষদের একেবারে হারিয়ে ফেলার পরে বুঝতে পারি যে ওই মানুষটির গুরুত্ব আসলে কতোটা। ঠিক একইভাবে আমাদের ওই মূল্যবান সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ওই সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখতে হতো কিংবা ওই সম্পর্ককে আসলে কিভাবে আমাদের নিজেদের মধ্যে জড়িয়ে রাখা উচিত ছিলো। ঠিক যেভাবে খেলায় হেরে যাওয়ার পরে আমরা বুঝি যে কোনো কারণে আমরা হেরে গিয়েছি।

ABB.gif