কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে!
আমার মা ছোটবেলা থেকেই একটি কথা বলতাম। স্বপ্ন দেখতে হবে বড়। তাই স্বপ্ন সব সময় বড় দেখার চেষ্টা করি এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। সে সময় যদি আমরা নিজেরা লক্ষ্যগুলোকে অতিক্রম করতে নাও পারি তারপরও সেই লক্ষ্যের কাছাকাছি আমরা যেতে পারি। যেটা আমাদের জন্য অনেকটাই বড় অর্জন হিসেবে চিহ্নিত হয়। তাই মানুষের স্বপ্ন দেখতে হয় আকাশ সমান।
আমাদের নিজেদেরকে এমন ভাবেই গঠিত করতে হবে, যেন সব সময় আমরা নিজেরাও মোটিভেটেট থাকি এবং অন্য কেউ মোটিভেটেড করি। কথার মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা সম্ভব কথার মাধ্যমে অনুপ্রেরণা জাগানো সম্ভব কথার মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। তাই সব সময় নিজেকেও মোটিভেটেড রাখতে হবে। সেই সাথে আপনার আশেপাশে যত মানুষজন আছে সবাইকে মোটিভেট করতে হবে, ভালো কিছু করার জন্য। এই জীবনে যাতে এগিয়ে যাই এবং সফলতার চাবিকাঠি যেন খুজে পায় সেই বিষয়ে অনুপ্রেরণা করার জন্য।
জীবনে যাই কিছু করেন না কেন, এমন কিছু বন্ধু রাখা খুবই জরুরী যেই বন্ধুগুলো সব সময় আপনাকে অনুপ্রেরণা যোগাবে। যেই বন্ধুরা সব সময় আপনাকে ভালো পথে ধাবিত করবে। বর্তমানে খারাপ হবার খুব কঠিন একটি বিষয় নয়। বরঞ্চ খারাপ বর্তমান সমাজে অনেকটা সহজ বিষয় কিন্তু আপনি যদি ভালো পথে থাকেন তাহলে দেখবেন ভালো পথে চলতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হচ্ছেন। সবকিছু করেই নিজের লক্ষ্য নিজের স্বপ্ন অবিরাম ভাবে কাজ করে যেতে হবে। যেন সেই স্বপ্নের কাছাকাছি হলেও আপনি পৌঁছাতে পারেন।
কাউকে উৎসাহ দিলে সেই মানুষটা কোন এক সময় সফলতা অর্জন করে। উৎসাহ খুবই কাজে লাগে। আর মানুষের কথায় আমরা অনেক উৎসাহ পাই। খুবই ভালো লাগলো লেখা পড়ে।