পুরুষকে কেও কখনো ভালোবাসেনি


ai-generated-8717915_1280.png

Source

টাইটেলটা দেখে হয়তো আপনাদের অনেকের অবাক হতে পারেন। কিন্তু এটাই বাস্তবতা কোন পুরুষকে কেউ কখনো ভালবাসতে পারেনি, ভালোবেসেছে তার যোগ্যতা, সফলতা, আর সামর্থ্য কে। এই বিষয়টা হয়তো আপনাদের কাছে অনেকের কাছে হাসির মত বলে মনে হবে। কিন্তু এটাই বাস্তবতা আপনার কাছে টাকা না থাকুক আপনার নিজের বাবা-মা ও আপনাকে খোঁটা দিয়ে কথা শোনাবে। আপনার স্ত্রীর কথা বাদই দিলাম। সে তো পর মানুষ। সে আপনাকে খোটা দিবে না এটা কি হতে পারে! আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে সমাজে আপনার কোন মূল্য থাকবে না।

টাকা ছাড়া এই সমাজে মূল্যায়ন পাওয়া যায় না। একটি পুরুষ মানুষ মানেই তাকে টাকা ইনকাম করতে হবে। টাকা ছাড়া পুরুষ মানুষের মূল্যায়ন হয় না। এটাই বাস্তবতা আপনার আশপাশের মানুষগুলো কে দেখুন, যারা বেশি বেশি টাকা ইনকাম করে তাদের এই সমাজে অন্যরকম মূল্যায়ন রয়েছে। কিন্তু অপরদিকে যারা কম টাকার মূল্য ইনকাম করে তাদের মূল্যায়ন অনেকটা কম এই বিষয়গুলো আসলে সবকিছু টাকার জন্যই হয়ে থাকে, তাই তো আজকে টাইটেল দিয়েছি।

আমরা সবাই চাই, এই জীবনে সফল হতে এই জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে, যাতে করে আমার পরিবার এবং আপনাদের পরিবার সবসময় ভালো থাকতে পারেন। কিন্তু প্রকৃত অর্থে এই কাজগুলো করা অনেকটা কঠিন হয়ে যায়। মাঝে মাঝে বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা যায়। তখন হয়তো আপনার কাছের মানুষের আসল চিত্রগুলো আমরা ভালোভাবেই অনুধাবন করতে পারি। সেই বিষয়গুলো অনুধাবন করে, আজকের এই পোস্টগুলো লেখা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

বাস্তব সম্মত লেখনী।পুরুষের উপার্জিত অর্থের উপরেই তাঁর সম্মানের স্থান নির্ধারণ করা হয়।উপার্জন ছাড়া পুরুষ কখনো কারো আপনজন হতে পারেনি।পুরুষকে শুধুমাত্র উপার্জনের মেশিন‌ই মনে করা হয়।