পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসুন


nature-3289812_1920.jpg

Source

বর্তমানে বিভিন্ন জায়গায় গাছগাছালি কাটা হচ্ছে শহর তো আগে থেকেই নিষ্প্রাণ হয়ে গেছে। এখন গ্রামের অঞ্চলেও এই বিষয়টা দেখতে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় গাছ কেটে বন কেটে সেখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের কল কারখানা তৈরি করা হচ্ছে। এতে করে আমাদের এই পরিবেশের ভারসাম্যহীনতার দিকে যাচ্ছে। এছাড়াও আমরা মাত্রা অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করছি। যেই প্লাস্টিক বছরের পর বছর শতকের পর শতক মাটির নিচে পড়ে থাকে এবং মাটি দূষিত করে। এগুলো সাধারণত মাটির সাথে মিশে যায় না। যার কারণে আমাদের জীববৈচিত্র্যময় জীবনচক্রের উপর ব্যাপক প্রভাব পড়ে।

যেখানে সেখানে বড় বড় কলকারখানা গড়ে উঠছে যার কারণে আমাদের বাড়িতে কার্বন-ডাই-অক্সাইড এবং নানান ধরনের বিষাক্ত গ্যাস আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটা আসলে আমাদের পরিবেশের জন্য কোন ভাবেই সঠিক নয়। কোনোভাবেই কাম্য নয় কিন্তু তারপরও আমরা নির্দ্বিধায় এসব কিছু করে যাচ্ছি। এছাড়াও প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, যেসব কারণে আমাদের এই পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

এখনই সময় এসেছে পরিবেশ দূষণ রোধ করে আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতনতা মূলক কার্যক্রম বৃদ্ধি করতে পারি। বেশি বেশি করে গাছ লাগাতে পারি, এতে করে হয়তো আমরা মনে করতে পারি এই ক্ষুদ্র প্রচেষ্টায় কোন কিছু সম্ভব নয় তবে আমরা যদি সকলেই নিজ নিজ জায়গা থেকে এই প্রচেষ্টাগুলো করে যাই। হয়তো পরবর্তী প্রজন্ম একটি সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবে। যাইহোক আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে।

ABB.gif

Sort:  

Very interesting — I really like what you presented in this writing.

আপনার লেখাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। একজন সুন্দর মনের মানুষই এরকম সুন্দর পোস্ট লিখতে পারে। গাছ গাছালি কেটে ফেলার কারণে পরিবেশ এখন বিপর্যয় হয়ে পড়েছে। বর্তমানে গাছপালা কেটে ফেলায় বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। অতিবৃষ্টি অনাবৃষ্টিতে লেগেই আছে। যাহোক ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই এরকম সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আপনার উন্নত ভবিষ্যৎ কামনা করি