সময়ের সৎ ব্যবহার
সময় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিতে পারব না। পৃথিবীতে যতই গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তু ঘটে যাক না কেন সময় কিন্তু তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, প্রত্যেকটা সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটা অবস্থায় আমাদের সমাজে কাজে লাগাতে হবে আমরা সাধারণত সময়ের গুরুত্ব গুলো অনেক কম বা অনেক পরে গিয়ে বুঝতে পারি। যখন আসলে এই গুরুত্বপূর্ণ বিষয় বুঝে লাভ হয় না। এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ছোটবেলা থেকেই। যখন থেকে আমরা আমাদের পরিবারের কাছে লালিত পালিত হই। তখন থেকেই আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব বিষয়টা মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত।
জীবনের চলার পথে কোন বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন বিষয়টা আমাদের কাছে সুযোগ এবং কোন বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই অনুধাবন করার প্রবণতা কিংবা ইচ্ছে থাকতে হবে। এছাড়াও নিজের পরিবার এবং নিজেকে সুখী রাখতে গেলে বিশেষ কিছু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে নিজেকে গুছিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু সেই দায়ভার আপনার ব্যক্তিগত এবং এর সাফার হয়তো আপনার পরিবারকেও হতে পারে। তবে যাই করবেন না কেন অবশ্যই সৎ পথে নিজেকে রাখবেন।
সময় এমন একটি বিষয় যদি সময়ের সাথে নিজেকে পরিবর্তন আপনি করতে ব্যর্থ হন তাহলে সময় আপনাকে এমন ভাবে পরিবর্তন করে দিবে যেটা হয়তো আপনি বা কিংবা আমি সারা জীবন ভুলতে পারবো না। কারণ সময় এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃথিবীর সমস্ত টাকা-পয়সা মিলেও এক সেকেন্ড অতীতের সময় আমরা কিনতে পারবো না। তাহলে চিন্তা করে দেখুন কতটা গুরুত্বপূর্ণ ভাবে অবহেলা করি সময়গুলোকে নষ্ট করি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব নিজের সময়ের গুরুত্ব গুলো বোঝার চেষ্টা করুন ধন্যবাদ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Time is the foundation for achieving everything; people seek more compound interest, but time is the true wealth in a real sense.