ডিয়ার পছন্দের মানুষ
প্রিয় পছন্দের মানুষ তোমাকে আমি কখনোই বলে উঠতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি! কতটা কাছে পেতে চাই, কিন্তু আজ এই পোস্টের মাধ্যমে তোমাকে বলতে চাই আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি এবং তোমার জন্য আমি কত কিছু করতে পারি। যদিও সেই মানুষটা এখন আমার সাথেই থাকে, কারণ সে এখন আমার জীবন সঙ্গিনী হিসেবেই রয়েছে। কিন্তু তারপরও আমাদের অ্যারেঞ্জ ম্যারেজের কারণে এখনো সেই লজ্জাবতটা বের হতে পারেনি।
তবে আশা করি খুব দ্রুত সেই সব বিষয়গুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে। যেহেতু আমরা নতুন দম্পতি সেই হিসেবে আমি আমার বউকে অনেক কিছুই বলতে পারি না, যেগুলো আমার বলতে ইচ্ছা করে। জানিনা সে কি চিন্তা ভাবনা করবে কিংবা আমাকে নিয়ে কি কি চিন্তা কল্পনা করবে! এই বিষয়গুলোর জন্যই তাকে কোন কিছুই সহজে বলতে পারি না।
তবে আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমার জীবন সঙ্গিনী ও আমাকে অনেক কিছু বলতে চায়! কিন্তু সেই বিষয়গুলো আমাকে ভয়ের জোরে কিংবা লজ্জার কারণে বলে উঠতে পারে না! তবে আমি তাকে অনেকটা বেশি ভালোবাসি এবং সব সময় ভালোবেসে যাব। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত। সে যেন আমার সাথেই সারা জীবন থাকে সৃষ্টিকর্তার কাছে এতটুকুই প্রার্থনা করছি। আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।
@ritzy-writer, what a beautifully heartfelt post! The raw emotion and vulnerability you've shared about your arranged marriage and the unspoken love between you and your wife is incredibly touching. It's refreshing to see such honesty about the delicate dance of a new relationship. The image you chose perfectly complements the feeling of warmth and hope that radiates from your words.
Your desire to understand and cherish your life partner shines through, and I truly believe that open communication will blossom over time. Thank you for giving us a glimpse into your journey. I wish you both a lifetime of happiness and courage as you navigate this beautiful chapter together. I'm excited to read more about your experiences!