জীবনের ব্যার্থ হিসাব
গতকাল রাতে ঘুমানোর আগে একটি প্রতিবেদন দেখছিলাম। একটি নার্স তার 40 বছরের অভিজ্ঞতা একটি ইন্টারভিউ এ শেয়ার করছিল এবং তিনি মৃত্যুর আগে ঘটে যাওয়া ব্যক্তিদের কাছে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন এবং তারাও বিভিন্ন ধরনের উত্তর দিতো।আমরা সকলেই কিন্তু মৃত্যুকে ভয় পাই কিন্তু সেই নার্ভ আমাদেরকে তার প্রতিবেদনে একটু ভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছিল।
সেই নার্স জানায় আর মৃত্যুর আগে যেসব ব্যক্তির সাথে তার কথা হয়েছিল বেশিরভাগই মৃত্যুর যন্ত্রণা কিংবা মৃত্যুর ভয় থেকে তার নিজস্ব জীবনে অতীতে কি কি করেছে কোন কোন বিষয়ে অপূর্ণতা রয়েছে এসব বিষয়ে বেশি আফসোস করেন। তারা চিন্তা ভাবনা করে কেন আমার জীবনগুলো আরো একটু সুন্দর করে তুললাম না, কেন নিজের বন্ধু-বান্ধবের সাথে বেশি সময় কাটালাম না, কেন নিজের জীবনকে নিজের মত করে পরিচালনা করলাম না। অনেকের বক্তব্যে এমন কিছু কথা উল্লেখ হয়েছে। তার জীবনটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। সে জীবনে কোন কিছু করতে পারিনি সব জায়গায় ব্যর্থতার গ্লানি নিয়ে আজকে হাসপাতালের বেডে পড়ে রয়েছে।
এরকম অনেক বিষয় সেই নার্স ইন্টারভিউ এর প্রকাশিত করেছিল। যেটা আসলে আমাদেরকে জীবনের প্রকৃত মানে কি এবং আমাদের এই জীবনকে কিভাবে অতিবাহিত করতে হবে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। যে সব মানুষগুলো সারা জীবন কাটিয়েছেন এবং নিজের শেষ নিঃশ্বাস গ্রহণ করছে সে সব মানুষের কাছে যখন এসব কথা আমরা শুনতে পাই তখন আসলেই আমরা কল্পনা করি এবং চিন্তা করি এসব কিছু তাহলে কিসের জন্য? এত আয়োজন কিসের জন্য? এই বিষয়গুলো যখন আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি তবে জীবনের হিসেব মিলাতে পারিনা। যাই হোক আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।
খুবই অন্তর্দৃষ্টিপূর্ণ ও হৃদয় স্পর্শ করা গল্প। মৃত্যুর আগ মুহূর্তে মানুষের আফসোস আর চিন্তাগুলো আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলতে হবে, ভালোবাসা ও আনন্দের সঙ্গে বাঁচতে হবে। আপনার এই উপলব্ধি সবাইকে জীবনের গভীর সত্যের সাথে মুখোমুখি হতে প্রেরণা দেবে। ধন্যবাদ এত সুন্দর একটি চিন্তা শেয়ার করার জন্য।