ধর্মের সীমানা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা এটা কখনো কখনো মানতে পারিনা যে, পৃথিবীতে যতো কিছু রয়েছে সবকিছুর ই একটি সীমানা রয়েছে। সেই সীমানা কখনোই আমাদের অতিক্রম করা উচিত নয়। পৃথিবীর সব কিছুর যেমন একটি সীমানা রয়েছে। ঠিক একইভাবে সে সীমানাগুলো যখন আমরা অতিক্রম করার চেষ্টা করি। তখনই আমরা খারাপ কোনো কিছুর দিকে চলে যাই। কারণ লিমিটেশন সবসময় আমাদের ভালোর জন্যই রাখা হয়। কোনো কিছুতেই যদি লিমিটেশন না থাকতো। তাহলে আমাদের অনেক কিছুই ধরাছোঁয়ার বাইরে চলে যেতো।
কিন্তু আমরা সেটা মানতে নারাজ।তার বড় একটি উদাহরণ হলো, ধর্মের সীমানা। অর্থাৎ প্রতিটি ধর্মের কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। কিন্তু আমরা যেহেতু মানুষ সেক্ষেত্রে আমরা সবসময় সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও সব সময় সৃষ্টির সেরা জীবের মতোন কাজ করি না। আর তার অন্যতম একটা উদাহরণ হলো, আমাদেরকে অর্থাৎ প্রতিটি ধর্মের মানুষকেই কিন্তু একটি ধর্মের সীমানা দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই সীমানা সবসময় অতিক্রম করতে পছন্দ করি এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেই সবচেয়ে বেশি পছন্দ করি।
অর্থাৎ আরো ভালোভাবে বলতে গেলে, প্রতিটি ধর্মে কিন্তু কিছু নিয়মকানুন দিয়েছে। এখন আমরা সেই নিয়ম কানুন গুলো পালন করি। ততোটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা সেই নিয়ম কানুন গুলো পালন করার সাথে সাথে আমরা অতিরিক্ত কিছু নিয়মকানুন পালন করি। যেটা কখনোই করা উচিত নয় এবং যখন আমরা অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করি। তখনই আমরা বাড়াবাড়ি করে ফেলি এবং সেই ধর্মকে অন্যদের চোখে কিংবা অন্য ধর্মের মানুষের চোখে খারাপ বানিয়ে ফেলি। যেটার সম্পূর্ণ দায় কিন্তু একেবারেই আমাদের। তাই ধর্মের সীমানা কখনো অতিক্রম করা উচিত নয় এবং একটি ধর্মে যতোটুকু বলা রয়েছে। সেই ধর্মটি ততোটুকু পর্যন্ত পালন করাটাই আমাদের জন্য মঙ্গলজনক।