শেষ হলেই হলো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে একটা একেবারে মনের কথা শেয়ার করবো বলা চলে এবং আমি মনে করি আমার এই মনের কথা শুধু যে আমার নিজের মনের কথা তা নয়। অর্থাৎ আমার মতো যারা ফাঁকিবাজ কিংবা ব্যাকবেঞ্চার স্টুডেন্ট রয়েছে। সকলের মনের কথাই এটা। যাইহোক, আজকে লেখাটি শুরু করছি একটু মজা করেই। কারণ সব সময় অনেক সিরিয়াস ব্যাপার নিয়ে লেখালেখি করা হয় তো আজকে ভাবলাম একটু মজার কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ প্রতিনিয়ত এতো সিরিয়াস কথা আসলে যেমন শুনতে ইচ্ছে করে না। ঠিক ঐভাবে বলতেও ইচ্ছা করে না।

আমার কাছে যেটা মনে হয়। অর্থাৎ আমি একেবারেই ফাঁকিবাজ ছাত্রদের কথা বলছি। অর্থাৎ যারা একেবারে টপার উনাদের কথা বলছি না। কারণ টপার দের কথা বলে লাভ নাই। কারণ ওরা সত্যিই অনেক কষ্ট করে এবং অবশ্যই তাদের আউটকামটাও ঠিক তেমন হয়। যাই হোক ওদের কথা বলে লাভ নেই। কারণ আমাদের মত ফাঁকিবাজি যারা করে থাকে। অর্থাৎ ফাঁকিবাজ ছাত্ররা সবসময় কিন্তু সহজে রাস্তা খুঁজে।

আর তার মধ্যে অর্থাৎ ফাঁকিবাজ স্টুডেন্টদের একটা মনের ব্যাপার যদি সেটা বলি। তা হলো, আমরা সবসময় চাই যে কোনো রকমে পরীক্ষা শেষ হলেই হলো। অর্থাৎ আমরা পরীক্ষা নামক ব্যাপারটিকে এতোটা ভয় পাই যে পরীক্ষা শুরু হওয়ার থেকেই আমরা ভাবতে থাকি যে কবে পরীক্ষা শেষ হবে। এমনকি পরীক্ষা যতোই খারাপ হোক না কেনো। আমরা সবসময় এটাই ভাবি যে কোনো রকম পরীক্ষা শেষ হলেই যেনোভবাঁচি।আমি জানিনা আমার মতোন অনেকেই আর ভাবে কিনা। কিন্তু আমার মনে হয় আমার মত যারা স্টুডেন্ট রয়েছে। অর্থাৎ পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দেয়। তাদের সকলের অবস্থা ই অনেকটা এমন।

ABB.gif