ভাবনা না হোক ভিখারির মতোন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে কিছু কিছু লেখা আমার মন ছুঁয়ে যায়। তেমন একটি লেখা হলো, আজকের এই টপিকটি। অর্থাৎ আমি যখন কয়েকদিন আগে আমার অবসর সময় কিছুটা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছিলাম। তখন এই লেখাটি আমার সামনে আসে এবং এই লেখাটি সামনে আসার পর আমার মনে হলো যে, এটা নিয়ে আমার নিজস্ব চিন্তা ভাবনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যায়। কারণ সোশ্যাল মিডিয়ায় আসলে আমি একেবারেই তেমন পোস্ট শেয়ার করি না। আর সাধারণত অবসর সময় কিছুটা কাটানো হয়। তো তাই আসলে যে কোনো লেখা লেখি করতে ইচ্ছে হলে প্রথমে আমার আপনাদের কথা মনে পড়ে।

যাইহোক লেখাটি ছিলো অনেকটা এমন যে, অবস্থা গরিব হোক সে ঠিক আছে। কিন্তু ভাবনা যেনো কখনোই ভিখারির মতোন না হয় এখানে প্রথমেই আমি যেটা বলে রাখতে চাই। সেটা হলো, এখানে কিন্তু কোনো ভাবে ভিখারিকে ছোট করা হয় নি। কারণ আমরা সকলেই জানি, একটা মানুষ একেবারে নিরুপায় হয়ে যখন আসলে তার কোনো কিছু করার থাকে না। তখন সে ভিক্ষা করে। এখন এখানে আসলে অনেক ধরন রয়েছে। অর্থাৎ অনেকে সব কাজ করতে পারা সত্ত্বেও ভিক্ষা করি।আমি অবশ্যই তাদেরকে ঘৃণা করি। কিন্তু যারা সত্যিকার অর্থে ভিক্ষুক রয়েছে। অর্থাৎ তাদের জীবন যে কতোটা দুর্বিষহ। সেটা আমরা সকলেই জানি।

কিন্তু এখানে যে ব্যাপারটি আমি বলতে চাইছি। সেটা হচ্ছে মানুষ ভিক্ষুক হতে পারে। কিন্তু ভিক্ষুকের মতোন মন মানসিকতা হওয়া কখনোই উচিত নয়। আর এখানে ভিক্ষুকের মতন মন মানসিকতা বলতে ছোট মন মানসিকতা কে বোঝানো হয়েছে। আসলে আমাদের মন সবসময় বড় রাখতে হবে। যেমন মানুষকে সাহায্য করার সময়, মানুষকে কোনো কিছু দান করার সময় এবং স্বাভাবিকভাবে যেকোনো কাজ করার সময়। কারণ যদি আমরা মনকে বড় রাখি।তবেই কিন্তু আমরা যে কোনো কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবো।

ABB.gif

Sort:  

Cuando actuamos para ayudar al prójimo sin importar lo poco que poseemos materialmente dejamos de ser mendigos para ser valiosos de espíritu.

Gracias por tus pensamientos...!

Bendiciones..!