এক তরফা ভালোবাসা


art-1839006_1920.jpg

Source

গত দুদিন আগেই প্রথম প্রেমের ভালবাসা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে সেটা কিন্তু একতরফা ভালোবাসা ও ছিল কারণ সেই মেয়েটি এখন পর্যন্ত জানতে পারে না যে আমি তাকে ভালবাসতাম। একতরফা ভালোবাসায় যেরকম ভালোলাগা রয়েছে যেরকম কষ্ট রয়েছে। ঠিক তেমনিভাবে অন্যরকম একটা ফিলিংস রয়েছে, যেই ফিলিংস গুলো হয়তো অন্যভাবে এক্সপ্লেইন করা কারো পক্ষেই সম্ভব নয়।

এই যে বলেছিলাম ক্লাস টু এ যখন পড়তাম তখন তাকে আমার ভালো লাগতো। একসাথে খেলাধুলা করতাম একসাথেই পড়াশোনা করতাম কিন্তু কখনো মুখ ফুটে সেটা বলতে পারেনি। যদিও সেটা ছোটবেলার একটি আবেগ ছিল। কিন্তু তারপরও সেটা এক তরফাই ছিল। সেই ভালোবাসাটা দুজনের মধ্যে বিভক্ত হয়ে যায়নি। যেই ভালোবাসাটা শুধুমাত্র একান্ত আমার ব্যক্তিগত। এই যে ব্যক্তিগত একটা ফিলিংস রয়েছে ব্যক্তিগত যে ভালোলাগা রয়েছে যেটা দুই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, সেটাই তো একতরফা ভালোবাসা।

যাই হোক একতরফা ভালোবাসায় যেরকম বেদনা রয়েছে তেমনি সুখ রয়েছে। কিন্তু যদি সেই ভালোবাসার মানুষ আবার অন্য কারো হাত ধরে অন্য কারো সাথে সংসার করে তখন এর থেকে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। আপনারা কি মনে করেন এই বিষয়ে তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

I also had a long period of unrequited love that occupied almost my entire youth. Although the other person eventually rejected me, I was sad, but I do not regret it. If you can learn something from it, it will be helpful for developing a new romantic relationship in the future, at least it will help you see what emotional shortcomings you have. I wish you a happy and fulfilled life.