বিয়ের আগে আর বিয়ের পরে: একটা ছোট্ট তুলনা
আমি বিয়ে করেছি খুব বেশি এই দিন হয়নি। এইতো তিন মাস হতে চলেছে। তিন মাস হতে এখনো আরো কিছুদিন বাকি রয়েছে। এর মধ্যে এই বিশেষ কিছু পার্থক্য আমি বুঝে উঠতে পারছি। যদিও যারা অভিজ্ঞ পারসন রা রয়েছে। তারা আরো বেশি ভালো বলতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেরই বিয়ে করা উচিত কারণ আমাদের ইসলাম ধর্ম দিয়ে একটি ফরজ কাজ হিসেবে বিবেচিত হয়। যদি বিয়ের পরে সব কিছু গুছিয়ে নিয়ে শান্তভাবে এগিয়ে যাওয়া যায় তাহলেই সব কিছু শান্ত থাকবে।
আসলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জায়গায় যেভাবে আমাদেরকে বিয়ের বিষয়টা উপস্থাপন করা হয় বাস্তব বিষয় কিন্তু এর থেকে অনেকটাই আলাদা এবং এই বিয়ের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরণ রয়েছে। আপনি কাকে বিয়ে করবেন এবং কেমন পরিবারে বিয়ে করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত হওয়া উচিত বলে মনে করি। কারণ একটি ভুল করে ফেললে সেই ভুল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না পরবর্তীতে।
তবে বিয়ের আগে একটি স্বাধীনতা ছিল, নিজস্ব ইচ্ছামতো সবকিছুই করা যেত কিন্তু বর্তমানে সেই বিষয়গুলো থেকে একটু আলাদা হয়ে যাচ্ছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই শাসন কিংবা এই চোখে চোখে রাখা এই সব কিছুরই দরকার রয়েছে আমরা তো ছেলেমানুষ এই শাসনের মধ্যে যদি না থাকে তাহলে হয়তো পরবর্তীতে খারাপ কিছু হতে পারি। তাই জন্যই এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি না সেটা মাত্রা অতিরিক্ত হয়।