নিজের পছন্দেই বিয়ে করুন


couple-5422806_1920.jpg

Source

এইতো কিছুদিন আগেই আমি বিয়ে পিরিতে বসে ছিলাম এবং একটি অচেনা অজানা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে যদিও এটা আমার পরিবারের সম্মতিক্রমে এবং আমারও সম্মতিক্রমেই এই বিয়েটা হয়েছিল। এই বিয়ের জন্য আমি অনেকটাই হ্যাপি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ফ্যামিলি ক্রাইসিস থাকে কিংবা ফ্যামিলির প্রেসার থাকে কিংবা নানান ধরনের সমস্যা থাকে। সেক্ষেত্রে পরিবারের পছন্দে বিয়ে করা উচিত এবং তাকে ছাড়া আপনার জীবনের পথগুলো অনেক ফাঁকা ফাঁকা মনে হবে, তাহলে যাই হোক না কেন নিজের পছন্দে বিয়ে করা উচিত।

নিজের পছন্দের কাউকে বিয়ে করলে সে ক্ষেত্রে পারিবারিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। তবে এই বিষয়গুলোকে যদি আপনি সঠিকভাবে মানিয়ে নিতে পারেন এবং সঠিকভাবে সবাইকে বুঝাতে পারেন, তাহলে হয়তো পরবর্তী জীবনের আপনি শান্তিতে থাকতে পারবেন। কিন্তু অপর প্রান্তে যদি আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাউকে বিয়ে করেন সে ক্ষেত্রে দেখা যাবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি হতেই অনেকটা সময় পার হয়ে যাবে।

তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকেই বিয়ে করুন। যতই ঝড় ঝাপটা আসুক না কেন যতই সমস্যা হোক না কেন সময় সবকিছু পরিবর্তন করে দেবে। সময় সব কিছু সমাধান করে দিবে কিন্তু আপনার মধ্যে যে অস্থিরতা রয়েছে যে অশান্তি রয়েছে সেটা আপনি কোনদিনও সঠিকভাবে ভুলতে পারবেন না। কিংবা সেই বিষয়গুলো থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। এই বিষয়গুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আবার অন্যভাবে নেবেন না যাই হোক আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ocean-trench, congratulations on your recent marriage! It's wonderful to see you sharing such a personal and thoughtful reflection on arranged vs. love marriages. Your perspective, balancing family expectations with personal happiness, really resonates. It's brave to discuss these potentially sensitive topics so openly.

I appreciate how you highlight the importance of understanding and communication in both scenarios. The point about the lingering "what ifs" in a marriage against one's will is particularly poignant.

Thank you for sharing your experiences and insights! I'm sure many readers will connect with your words and find them helpful as they navigate their own relationships. Wishing you all the best in your married life! What are some of the biggest adjustments you've experienced so far? I'm sure others would love to hear more!