নিজের অস্তিত্ব খুজে পাচ্ছি না
আজকের এই পোস্টটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী। আমি জীবনের কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যার কারণে হয়তো বর্তমানে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। এই বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে অনেক কিছুই আবার যদি কোন কিছু না মনে করি তাহলে এই বিষয়টা আসলে কিছুই নয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অস্তিত্বহীনতায় ভুগছি অর্থাৎ আমি যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীতে আমার অস্তিত্বই আমি খুঁজে পাচ্ছি না।
এমনটা নয় আমি আর তেমন কোন চাপের মধ্যে রয়েছি কিংবা পারিবারিক কোন সমস্যা চলছে! কিংবা টাকা পয়সা জড়িত কোন সমস্যা চলছে! সবকিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই চলছে। কিন্তু তারপরও কোন একটা শূন্যতা হয়তো আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। কোন একটা টেনশন, যেই টেনশন এর মধ্যে আমি মাঝেমধ্যেই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি এবং সেখান থেকে কিভাবে ফিরে আসব সেই বিষয়টাও বুঝে উঠতে পারছি না।
জীবনের কিছু কিছু সময়ে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় আমিও কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সে সিদ্ধান্তের কারণে আমাদের পরবর্তী জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, যেটা আমারও হয়েছে। কিন্তু তারপরও কেন জানি নিজেকে বড় অসহায় বলে মনে হচ্ছে মনে হচ্ছে। কোন কিছুই হয়তো আমার আন্ডারে নেই, কোন কিছুই হয়তো আমার কন্ট্রোলে নেই, সবকিছুই হয়তো সামাজিকতা এবং বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্যের মাঝে পিষে পিষে শেষ হয়ে যাচ্ছি। এভাবে করেই আমি আমার নিজের অস্তিত্বহীনতায় ভুগছি জানিনা এখান থেকে কিভাবে বের হতে পারব, ধন্যবাদ।