টাকা ছাড়া পুরুষ তুমি মূল্যহীন


money-7881948_1920.jpg

Source

বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন ধরনের আন্দোলন দেখা দিচ্ছে, তার মধ্যে একটা গ্রুপের আন্দোলন রয়েছে তারা পুরুষদের মতো সমান অধিকার চায়। কিন্তু তারা বোঝে না পুরুষোর থেকেও নারীর অধিকার অনেক গুণে বেশি। এই বিষয়গুলো আসলে আমরা অনুধাবন করতে পারি না। আমরা পুরুষেরা যেগুলো অনুধাবন করি যে সব বিষয়ের মধ্য দিয়ে অগ্রসর হই সেই বিষয়গুলো হয়তো অনেক নারী কখনো কল্পনাও করতে পারবে না।

একটি সন্তান যখন ছেলে হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, ছোটবেলা থেকেই তাকে শিখিয়ে দেওয়া হয় এবং তাকে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাকে তার পরিবারের হাল ধরতে হবে। তার কাঁধে যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে সবকিছুই সে অনেক ভালোভাবে যেন সামলাতে পারে সেই বিষয়গুলো তাকে ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু অপর প্রান্তে মেয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ঘটে না! যদিও তারা এখন সম অধিকার চাইছে তাহলে এদিকেও সম অধিকার হওয়া উচিত বলে আমি মনে করি।

আমি এটা বলছি না যে মহিলাদের কিংবা নারীদের সম্মান কম. আমি এটা বরাবরই বলে আসি আমাদের পুরুষের অধিকার যদি 25% হয় সেক্ষেত্রে এ নারীর অধিকার হবে 75%। আমাদের ইসলাম ধর্ম এ কথা বলে. যাই হোক না কেন আমি সকল পুরুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যতদিন বন্ধ বেঁচে আছেন টাকা ইনকাম করা শিখুন। টাকাই একমাত্র সমস্ত কিছুর সমাধান। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif