দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না
আমরা প্রত্যেকেই মনে করি আমরা যেসব পরিকল্পনা করছি সেই পরিকল্পনা মোতাবেক আমাদের কোন কাজ হচ্ছে না। হয়তো আমাদের কপালটাই খারাপ কিন্তু একটি বিষয়ে আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আপনার কাছের মানুষজন থেকে শুরু করে আপনার বন্ধু-বান্ধব আপনার মা-বাবা সকলেই কোন না কোন সমস্যায় সব সময় জর্জরিত থাকে। এজন্যই বলা হয়েছে সমস্যা ছারা পৃথিবী হয় না। হয়তো কারো সমস্যা একটু বড় কারো সমস্যা একটু ছোট কিন্তু সমস্যা সব সময় থাকবে।
তবে সমস্যার বিষয়গুলোকে যদি আমরা সেভাবে দেখি এবং নিজের বর্তমান সময়টাকে উপভোগ করা বন্ধ করে দেই। তাহলে হয়তো আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনতে পারেন। কারণ সমস্যা সব সময় থাকবে। তাই বলে কি নিজের বর্তমান জীবনকে আমরা উপভোগ করবো না! সেটা কি কখনো সম্ভব! যারা সমস্যা নিয়েই সবসময় পড়ে থাকে তাদের মন খারাপ থাকে এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যাও আক্রান্ত হতে দেখা যায়।
যাই হোক না কেন যতই সমস্যা আসুক না কেন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস থেকে সেই সমস্যাগুলোর সমাধান বের করতে হবে। সবকিছুই আমাদের অনুকূলে থাকবে না। সেজন্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সমস্যাগুলোর সাথে মোকাবেলা করতে হবে হাসিমুখে। তাহলেই হয়তো আপনি আপনার সমস্যাগুলোর সাথে মোকাবেলা করতে পারবেন এবং বর্তমান সময় গুলো উপভোগ করতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।