দায়িত্ববোধ

hand-505277_1920.jpg

Source

দায়িত্ববোধ এমন একটি বিষয় যখন কারো কাঁধে দায়িত্ববোধ চলে আসে তখন সেই বিষয়টি অনেক সিরিয়াস একটি মোড় নিয়ে নেয়। আপনি যদি আপনার দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করতে না পারেন তাহলে দেখবেন আজ চার পাঁচ দিকেই মানুষ অনেক কথা শোনাবে এবং সার্বিক বিবেচনায় আপনাকে দোষী সাব্যস্ত করবে। কিন্তু এই বিষয়গুলো কখনও কেউ ভালো করে খুটিয়ে দেখবেনা কেন আপনি আপনার দায়িত্ববোধগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না। এমনও হয়তো আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই কিংবা আপনি শারীরিকভাবে অসুস্থ আছেন, এই বিষয়গুলো কখনোই তাদের চোখে ভাসবে না।

আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান সমাজে বেঁচে থাকতে গেলে কিংবা অল্প মান সম্মান নিয়েও যদি আপনি বেঁচে থাকতে চান তারপরও আপনার কাছে প্রচুর অর্থ সম্পদ থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি সবার আশা-আকাঙ্ক্ষা চাহিদা কিংবা আপনার কাঁধে থাকা দায়িত্ববোধ গুলো সঠিকভাবে পালন করতে পারবেন।

সবাই শুধুমাত্র আবদার করতে পারে কিন্তু সেটা পূরণের জন্য যে কতটা অক্লান্ত পরিশ্রম করতে হয়। শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে যে মানুষেরা নিজের কাধে দায়িত্ববোধ নিয়ে নিয়েছে। আমার কাছে তো এই বিষয়গুলো খুবই সেনসিটিভ বলে মনে হয়। এইতো আমি ব্যক্তিগত জীবন থেকেই প্রতিনিয়ত অনেক কিছু শিখছি অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। এখনও অনেক কিছু শেখা বাকি আছে কিন্তু তারপরও যতটুকু শিখেছি ততটুকু মধ্যেই কেন জানি আমার কাছে এই বিষয়গুলো এতটাই সেনসিটিভ বলে মনে হচ্ছে, যে আমি অন্য কোন বিষয়ে চিন্তা ভাবনা করতে পারছি না।

দায়িত্ববোধ এমন একটা বিষয় যে বিষয়গুলো খুবই সেনসিটিভ হয়ে থাকে। আমি বর্তমানেই আমার কাঁধে অনেকগুলো দায়িত্ব নিয়ে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে না আমি সঠিকভাবে সেই দায়িত্ব গুলো পালন করতে পারছি। অনেক সমস্যার সম্মুখীন হয়েই থাকি সবসময় মধ্যে কিন্তু সেই বিষয়গুলো এক্সপ্লেইন করতেও আর কেন জানি ইচ্ছে করে না। কিংবা আমি কাকে এক্সপ্লেন করব যারা আমার এই বিষয়গুলো ঠিকভাবে বুঝতেও পারবে না, তাই এক্সপ্লেইন করাও আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।

ABB.gif