কষ্টের পড়েই আসবে স্বস্তি

dawn-1840298_1920.jpg

Source

গত কিছুদিন আগেই একটি পোস্ট করেছিলাম আপনাদের মাঝে। সেখানে ব্যাপক সারাও পেয়েছিলাম এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। বর্তমানে মানসিক শান্তি এমন একটি সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। যেটা চাইলেও কেউ সহজে অর্জন করতে পারছি না। হয়তো তার কাছে প্রচুর অর্থ রয়েছে কিংবা তার কাছে কিছুই নেই তারপরও সেই বিষয়গুলো অনেকটাই কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকেই কোন না কোন ধর্মের অনুসারী এবং প্রত্যেকটি ধর্মেই বলা রয়েছে বিপদের ধৈর্য ধারণ করতে হবে কষ্টের পরেই স্বস্তি আসবে। এটা শতভাগ সত্য কথা। কোন ধর্মই মিথ্যা কথা বলে না বরং আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমাদের এই সমাজে কিভাবে বিচরণ করতে হবে, কিভাবে একজন ভালো মানুষ হিসেবে এই সমাজে চলতে হবে।

আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হয়। সে সময়টাকে আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা এবং কষ্টের জর্জরিত অবস্থায় থাকে। কিন্তু কষ্টের পরে ভালো সময় আসবে সেটাও সব সময় বিশ্বাস রাখতে হবে। কারণ ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে। যায় আর খারাপ সময় গুলো অল্প কিছুদিন থাকলেও সেটা বছরের পর বছর মনে হয়, এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি।

পৃথিবীতে যদি কষ্ট না থাকতো তাহলে সুখের অনুভব হয়তো আমরা কেউ অনুধাবন করতে পারতাম না। সুখ এবং দুঃখ এসব কিছুই জীবনের থাকবে। আবার কখনো জীবন ও পাশে থাকবে বা এ পাশে থাকবে। কিন্তু জীবন তার জীবনের নিয়মে চলতে বাধ্য। তাই কষ্টের সময়গুলোকে আমাদের অবশ্যই মনে প্রাণে ধৈর্য ধারণ করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। যেন খুব তাড়াতাড়ি সেই কষ্টের মুহূর্তগুলো শেষ করে দেয়। কারণ আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কষ্টের পরে আসবে স্বস্তি।

ABB.gif