জলবায়ু পরিবর্তন


glacier-6779628_1920.jpg

Source

বর্তমানে পৃথিবী জুড়ে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে। যদিও আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তন হতে কয়েক বছর সময় নেয় কিংবা কয়েক দশক সময় নিতে পারে। কিন্তু আস্তে আস্তে যে পরিমাণে জলবায়ু পরিবর্তন হচ্ছে যার কারণে আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব যে শুধুমাত্র মানুষের উপরই পড়ছে তা কিন্তু নয় বরংচ প্রাকৃতিকগতভাবেও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও প্রকৃতিতে যে সকল জীবজন্তু রয়েছে তাদের জীবনচক্র ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণেই মরুভূমির মতো দেশে বরফ পড়ছে বন্যা হচ্ছে আবার আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাত্রা অতিরিক্ত গরম পড়ছে। এতে করে বিভিন্ন জায়গায় খরা দেখা দিচ্ছে এবং শস্য ফসল উৎপাদনে ব্যাহত ঘটছে।

বর্তমানে পৃথিবীর দুই মেরুর বরফ পরতে শুরু করছে। যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে পৃথিবীর সমগ্র জীবনচক্রের উপরে ব্যাপক প্রভাব পড়ছে। ইতিমধ্যে অনেক বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন। হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই সমুদ্র অঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন শহর পানির নিচে তলিয়ে যেতে পারে। তাহলে চিন্তা করুন জলবায়ু পরিবর্তন আমাদের জন্য কতটা ক্ষতির সম্মুখীন করতে পারে। তাই আসুন আজ থেকেই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করি ধন্যবাদ।

ABB.gif