জলবায়ু পরিবর্তন হচ্ছে


cyclone-2102397_1920.jpg

Source

এইতো কিছুদিন আগেই বাংলা মাসের প্রথম তারিখ আমরা উদযাপন করলাম। অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপিত হয়ে গেল। এর আগে থেকেই কিন্তু আমাদের দেশেও মারাত্মক রকমের গরম পড়া শুরু হয়েছে। যদিও আমি এর আগে একটি পোস্টে ব্যাক্ষা করেছিলাম। এ বছর কেন এত বেশি গরম পড়বে সেটা নিয়ে। আমাদের বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চল মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত ছিল এবং মৌসুমী জলবায়ুর বিশেষ কিছু বৈশিষ্ট ছিল। এই মৌসুমী জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে আমাদের দেশসহ আশেপাশের দেশগুলোতে ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিকাজে ব্যাপক বিঘ্নতা করছে। আমাদের দেশে সাধারণত বর্ষার মৌসুম এবং বিভিন্ন ধরনের মাস হিসেবে ফসল রোপন করা হয়। ঠিক তেমনিভাবে যদি সময় মত বৃষ্টিপাত না হয় কিংবা মাত্রা অতিরিক্ত রোদ হয় তাহলে নিদৃষ্ট পরিমাণে জমি কিংবা ফসলে চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক আকারে ধারণ করে। এছাড়াও জীবনে মারাত্মক লেভেলের দুর্যোগ দেখা যায়। যেমনটা এই গরমে আমরা ঠিক ভাবে যাতায়াত করতে পারি না। ঠিকভাবে নিজের কাজগুলো সম্পাদন করতে পারে না, মাত্র অতিরিক্ত গরমের ফলে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়।

বর্তমানে আমাদের এই পৃথিবীতে ব্যাপক পরিমাণে বন উজার করা হচ্ছে। গাছ প্রতিনিয়তই কাটা হচ্ছে। তার বিপরীতে বড় বড় ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। এতে করে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং পরিবেশের বিভিন্ন ধরনের অভারসাম্যতা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মানব সভ্যতার অনেক বড় হাত রয়েছে। এই সব কিছুর জন্য এছাড়াও প্রাকৃতিকভাবেও কিছু কারণ রয়েছে সেগুলো আমরা প্রায় সকলেই জানি। তবে আমি মনে করি মানবকৃষ্ট কারণেই বর্তমানে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্ততব্যে জানাবেন ধন্যবাদ।

ABB.gif