জীবন যখন যেমন


kid-7852249_1920.jpg

Source

জীবন কখনো আমাদের সাথে ভালো সময় অতিক্রম করবে। আবার কখনো জীবন আমাদেরকে নিয়ে দুঃখের সাগরে পাড়ি জমাবে। এটাই তো জীবনের বাস্তবতা। কিন্তু মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি স্বিকার। আমরা হয়ে থাকি যেখানে আসলে আমরা বুঝে উঠতে পারছিনা। আসলে আমার কি করা উচিত? জীবন এখন কোন দিকে যাচ্ছে! আমাদের পরিবেশ পরিস্থিতি কোন দিকে রয়েছে। কোন বিষয়টা আমার জন্য সবথেকে ভালো হবে মাঝেমধ্যে আমরা এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। এমনকি এটাও অনুভব করতে পারি না, আমরা সুখে আছি নাকি দুঃখে আছি।

জীবন আমাদের সাথে রঙ্গমঞ্চের মতো একটি ভাব প্রকাশ করে। যেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। এই রঙ্গমঞ্চের কোন নির্দিষ্ট ঠিকানা নেই। এটা নিজেদের মতোই বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে শুধুমাত্র মঞ্চে নাচিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার কাছে এমনই মনে মনে হয়। জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। কি আসলে প্রস্তুত কেউ আমরা থাকি না। কারণ আমরা সকলেই এই পৃথিবীতে একটু শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু যখন সেসব পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় আসলে নিজেকে বড় অসহায় বলে মনে হয়। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না কিংবা কার সাথে বিষয়গুলো শেয়ার করা ঠিক হবে সেটাও বুঝে উঠতে পারিনা তাহলে বর্তমানে কি করা উচিত।

জীবনের এক পর্যায়ে গিয়ে দেখা যাবে ধন-সম্পদ কিংবা টাকার ক্ষমতা পাওয়ার এই সব কিছু মূল্যহীন হয়ে যাবে। যখন আপনার কাছে মানসিক শান্তি থাকবে না যখন আপনার মন এক অচিন এক স্থানে গিয়ে আটকে যাবে। সেখান থেকে বের হতে পারবে না সেটার নামেই হয়তো ডিপ্রেশন এই বিষয়গুলো আমার কাছে খুবই নতুন এবং নতুন ভাবে এই বিষয়গুলো এক্সপ্লোর করতেছি এবং আমি বুঝে উঠতে পারছি না। বিষয়গুলো আসলে কিভাবে হ্যান্ডেল করব যাইহোক তারপরও সৃষ্টিকর্তার কাছে অকুল আবেদন যেন এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে যেতে পারি ধন্যবাদ।।

ABB.gif

Sort:  

Life is a performance without a script.
Sometimes we move gracefully, and sometimes we stumble and fall.
Fate never gives us advance notice of its plans.
It suddenly pours on us either laughter or tears when we are unprepared.
Happiness is like the sand between our fingers - the more we try to hold onto it, the faster it slips away.
Sadness, however, follows like a shadow - quietly coming in the dead of night.
We ask for directions, but the echo is only silence.
Like a ship lost in fog,
we can't see the lighthouse, can't tell who is in charge of the sea and the sky.
Money and fame build a fragile fortress,
But true strength lies in a peaceful heart.
When the dark tide of depression engulfs your breath,
Even time becomes thick and heavy.
Then you understand that the richest thing is the morning when you can wake up freely,
And the most precious thing is the faint hope that still remains in your heart.
Perhaps the answer is not far away,
but lies in the courage to endure confusion.
Just as the land endures the cycles of the four seasons,
we must also learn to embrace all the gifts of life -
whether they are honey or thorns.