নিজের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা জমেছে যা কখনো সুধাবার নয়!
প্রকৃত অর্থে আমাদের জীবন নিয়ে আমরা ব্যাপক চিন্তিত। আমাদের ভবিষ্যৎ নিয়েও আমরা ব্যাপক চিন্তিত। আমাদের প্রত্যেকেরই একটি লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য অনুযায়ী আমরা প্রতিনিয়তই কাজ করে যাই। তবে সেই লক্ষ্য পর্যন্ত আমরা সকলে পৌঁছাতে পারিনা এবং সেই লক্ষ্যের কাছাকাছিও আমরা পৌঁছাতে পারি না। সেই বিষয়ে আমরা সকলেই হতাশাগ্রস্থ কিন্তু তারপরও তো জীবন থেমে থাকে না। জীবন চলতে থাকে তার নিজস্ব গতিতে কিন্তু আমরা যেসব পরিকল্পনা করি।
যখন আমাদের পরিকল্পনা গুলো ভালোভাবে পরিপূর্ণ হতে পারে না। যখন আমাদের পরিকল্পনা মাফিক আমরা কাজ করতে পারি না, তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও নিজের প্রতি একরাশ রাগ ঘৃণা কিংবা একটি অলিখিত বিষয় জন্ম নেয়। যেটা আসলে কোন ভাবেই আমাদের সকলের জন্য কাম্য নয়। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলো আসলে কোনোভাবেই ভালো নয়। এই বিষয়গুলো আমরা বারণ এর মধ্যেই বোঝার চেষ্টা করি। কিন্তু তারপরও কেন জানি আমরা সেসব কাজগুলোই করি। যেগুলো আমাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। যখন আমরা এসব কিছু বুঝতে পারি তখন অনেকটাই লেট হয়ে যায়।
জীবনের একটি পর্যায়ে গিয়ে আমরা সমস্ত ভুল ত্রুটিগুলো যখন আমাদের চোখের সামনে দেখি, তখন আর নিজের উপরে ঘৃণা ছাড়া আর কিছুই জমে না। শুধু মাত্র একটি চিন্তায় মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়, কেন আমি সেই সময়ে এসব কাজগুলো করেছি, কেন আমি তখন এই কাজগুলো করলাম না। তখন কেন নিজের ক্যারিয়ার গঠনে গুরুত্ব দিলাম না। এইসব বিষয়গুলো ভেবেই কিন্তু বর্তমানের যুবসমাজ আরও ধ্বংসের পথে চলে যাচ্ছে। আপনারা কি মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ।
@sam-moses
Moved