পেয়ে হারানোর বেদনা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা আসলে সব সময় কিছু কিছু মানুষকে জীবনে পাওয়ার পরে মনে করি যে আমাদের জীবন একেবারে সার্থক। কারন সেই মানুষগুলোকে পাওয়ার পরে সত্যিই আমাদের কিছু মুহূর্তের জন্য মনে হয় যে আমাদের জীবনে আর কিছু চাওয়ার নেই কিংবা আর কিছু পাওয়ার ও নেই। আমরা সৃষ্টিকর্তাকেও সেই কারণে অনেক বেশি ধন্যবাদ জানাই কিংবা আমরা আমাদের পরিস্থিতি নিয়ে অনেক বেশি খুশি থাকি। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আসলে আমরা সেই মানুষগুলোকে যতো তাড়াতাড়ি পাই ঠিক ততো তাড়াতাড়ি যেনো হারিয়ে ফেলি। জানিনা এটা প্রকৃতির কোনো খেলা কিংবা প্রকৃতির কোনো নিয়ম কিনা। কিন্তু এটা আমি অনেকবার হতে দেখেছি।
আর এই পেয়ে হারানোর বেদনা যে কি পরিমান তীব্র, সেটা যে হারিয়েছে সে ই একমাত্র জানে। কারণ কেউ যদি কোনো কিছু না পায়, সেটা আলাদা ব্যাপার। অর্থাৎ সে সারাজীবন সেই পাওয়ার সুখ কিন্তু কখনোই অনুভব করতে পারবে না এবং শুধুমাত্র না পাওয়ার দুঃখটুকুই অনুভব করতে পারবে। কিন্তু যে একবার পেয়েছে সে যদি সেই মানুষকে কিংবা সেই জিনিস হারিয়ে ফেলে। তখন কিন্তু তার মধ্যে বেদনার তীব্রতা অতিরিক্ত হয়ে যায়। আর এই তীব্রতা কমানোর সাধ্য কখনো কারোরই হয় না।
এই যে এই পেয়ে হারানোর বেদনার কষ্টগুলো কখনোই আমাদের চারপাশের মানুষগুলো বুঝতে পারে না। বিশেষ করে ওই মানুষগুলো কখনোই বুঝে না, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। তার চেয়েও বড় কথা আমাদেরকে যারা ছেড়ে চলে যায়। তারা বোধ হয় আমাদের এই দুরবস্থা কেনো খারাপ অবস্থা দেখে আনন্দ পায়। কারণ সেটা যদি না হতো। তাহলে কিন্তু তারা কখনোই আমাদেরকে ছেড়ে চলে যেতো না।হয়তো মাঝেমধ্যে এই যে পেয়ে হারানোর বেদনা মনের মধ্যে গভীরভাবে কষ্ট দেয়। আর তাই এই লেখাগুলো লেখা।