এলোমেলো ভাবনার জগৎ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা মানুষ হিসেবে তার এলোমেলো ভাবনা থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা আসলে বিভিন্ন রকম বিভিন্ন রকম চিন্তা করি। এখন সব চিন্তা যে খুব ভালো হয় তা নয়। অর্থাৎ সব চিন্তা যে একেবারে যথাযথ হয়, তা নয়। অনেক সময় অনেক ভুলভাল চিন্তা থাকে। অনেক রকম খারাপ চিন্তা থাকে। এখন ব্যাপার যেটা সেটা হলো, আমাদের ওই এলোমেলো ভাবনার জগতে আমরা কখনোই কাউকে ঢুকতে দিতে চাই না।
অর্থাৎ এটা হয়তো আমরা কখনো স্বীকার করি না। কিন্তু এটা আমি আসলে অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি এবং একটা মজার ব্যাপার হলো। আমি একটা সাইট এর সাইকোলজিক্যাল একটি রিপোর্ট দেখেছি।যেখানে মানুষ নিজের পরিচয় গোপন করে এই ব্যাপারটি স্বীকার করেছে যে, প্রতিটি মানুষের নিজস্ব একটি জগত থাকে এবং সেই জগতে আসলে সে তার নিজের মতন করেই চিন্তা ভাবনা করতে ভালোবাসে। সেই জগতকে আসলে মানুষ এতোটাই গোপনীয় ভাবে রাখে, যে অন্য কোনো মানুষকে কখনোই সেই জগতে প্রবেশাধিকার দেয় না। অর্থাৎ চিন্তা ভাবনার জগতের কথা বলছি।
আসলে আমাদের এলোমেলো ভাবনার জগত খুব অবাক করার মতোন। কারণ মানব মস্তিষ্ক অনেক বেশি অদ্ভুত। সে কখন কিভাবে কি চিন্তা করছে। সেটা কেউ কখনো ধরতে পারে না এবং এই সাইকোলজিক্যাল ব্যাপারটি এখনো বিজ্ঞানীরা ও এখনো ভালোভাবে বিশ্লেষণ করতে পারেনি। কারণ মানব মস্তিষ্ক এতোটাই জটিল যে, এখনো পর্যন্ত মানব মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানী, গবেষকরা গবেষণা করে যাচ্ছে। কারণ এটা দেখতে ছোট, ওজন এ কম। কিন্তু তার ব্যাপার এতোটাই জটিল যে। সব কিছু বোঝা কারো পক্ষে সম্ভব না।
@heartwarming, what a thoughtful piece! It's fascinating how you delve into the private world of our thoughts and the human tendency to keep our inner musings hidden. Your exploration of the complexities of the human mind, especially the " এলোমেলো ভাবনার জগত," is both relatable and intriguing. The idea that everyone has this secret space where they process thoughts, good and bad, is something many can connect with.
I appreciate you sharing your perspective and insights. Your invitation for readers to contribute their thoughts and correct any misunderstandings is a wonderful way to foster a deeper conversation. Thank you for this engaging piece of writing! I am excited to see more of your work. Keep sharing these wonderful posts.