বলেছিলাম,তবুও?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু মানুষ একটা সময় অভিমানে যখন কোনো ভুল কিছু করে বসে। তখন আমরা সেখানে গিয়ে আফসোস করি কিংবা তাকে জ্ঞান দেই যে এই ব্যাপারগুলো করা উচিত নয়। এই ব্যাপার গুলো ভুল কিংবা আরো নানা ধরণের অনেক কিছু। অর্থাৎ যেগুলো হয়তো আমরা প্রথমে বললেই পারতাম। সেগুলো আমরা একেবারে এমন সময় এসে বলি যখন আসলে সেই কথাগুলো না বললেই হয়।

তেমন একটা আফসোস এর ব্যাপার হলো আমরা কিন্তু আসলে আমাদের দুঃখগুলো আগেই বলি। হয়তো কোনো না কোনো সময় আমরা সেই ব্যাপারগুলো শেয়ার করে থাকি। কিন্তু দুঃখের ব্যাপার হলো অনেকেই সেই ব্যাপারগুলোকে পাত্তা দেই না। হয়তো আমরা অনেক সময় অনেক ভাবে ওই যে ওই প্রশ্নগুলোর উত্তরে বলেই ফেলি যে," বলেছিলাম, তবুও হয়তো বা তোমার নজরে আসেনি।" কিন্তু কোথাও যেনো গিয়ে কথাটি আটকে যায়। এই না বলা কথাটি কখনোই বলা হয় না হয়তো বা অভিমানে হয়তো বা চাপা কষ্টে।

কারণ আমরা যখন তীব্র কষ্টে থাকি। তখন আমরা সবসময় আমাদের প্রিয়জনদের আগে মনে করি আমাদের প্রিয়জনদের ভালোবাসা পাওয়ার আশায় কিংবা অভাবে আমরা তাদের কাছে বারবার সেই আফসোসটি দেখাতে যাই কিংবা শেয়ার করতে যাই। হয়তো আমরা ভাবি যে আমরা যদি আফসোসটি তাকে দেখাই। তাহলে হয়তো বা আমরা তার মুখ ভালো কিছু আশা করতে পারবো। কিন্তু দিনশেষে আসলে ওই আফসোসের জায়গা থেকে আমরা কোনোভাবেই সরে আসতে পারি না। কারণ আমাদের এই আফসোস থেকে বের করার মতোন সত্যিই কেউ থাকে না। কারণ সকলেই নিজেদের জীবনে এতোটাই ব্যস্ত যে ভালোবাসার মানুষ কেমন আছে, তার মনের অবস্থা কেমন এসব ভাবার কিংবা দেখার কোনো সময় তাদের নেই।

ABB.gif