উদ্যোক্তা ও ব্রান্ড প্রমোটার এর যুদ্ধ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে ফেসবুকে এক যুদ্ধ চলছে বলা চলে এবং সেই যুদ্ধটি হলো উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রোমোটারের যুদ্ধ। এই প্রমোশন আসলে কতো বেশি প্রয়োজনীয়তা রাখে সেটাও আমরা সকলেই জানি। অর্থাৎ দুটোই কিন্তু একেবারে ভ্যালিড রিজন এর কারণে সফলতা অর্জন করে এবং এই দুটো কাজ একেবারেই আলাদা। দুটোর ভিন্নতা রয়েছে আকাশ-পাতাল। কিন্তু তাও দেখবেন যে সবসময় কেনো জানি উদ্যোগক্তা এবং ব্র্যান্ড ক্রোমোটারদের মধ্যে যেখানে ভালো সম্পর্ক থাকার কথা। সেখানে তাদের মধ্যে তিক্ত সম্পর্ক থাকে। আর এর পিছনে আসলে কিছু যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এবং সেই যৌক্তিক কারণগুলো হয়তো উদ্যোক্তাদের দিকেই যাবে। আমি সেটা তাই আগে এখানে বলে নিলাম। কারণ আপনাদের মতামত ভিন্ন হতে পারে,তবে তা অবশ্যই কিন্তু জানাবেন।
আসলে আমার মতামত হলো, এখানে আমি উদ্যোক্তাদের নিয়ে যদি কথা বলি। উদ্যোক্তা হলো তারা যারা আসলে বিনিয়োগ করে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করে কিংবা কোনো একটা প্রতিষ্ঠান চালান নিজ খরচে এবং নিজের ইনভেস্টমেন্ট এ। তো অবশ্যই সেখানে আসলে অনেক পরিশ্রম থাকে এবং সেই কতোটা অক্লান্ত পরিশ্রম থাকে। সেটা আমরা কেউই জানতে পারি না। কারণ একটা ব্র্যান্ড, একটা শপ, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে মানুষের সারা জীবন লেগে যায়। এটা তো গেলো উদ্যোক্তাদের পরিশ্রমের কথা।
এখন আসি ব্র্যান্ড প্রোমোটারদের কথা। এখন ব্র্যান্ড প্রমোশন ব্যাপারটিও খুব সুন্দর একটা ব্যাপার এবং যে প্রোমোটার থাকে। সে কিন্তু একদিনে এই সফলতা অর্জন করতে পারে না। অর্থাৎ একদিনেই তাকে সকলে চিনে ফেলে না। সেও অনেক পরিশ্রম করার পরে কিন্তু এই সফলতাতে আসে। কিন্তু এখানে একটি কথা রয়েছে। এখানে উদ্যোক্তার যেমন অনেক অনেক পরিশ্রম, সময়, টাকা-পয়সা ইনভেস্ট করা রয়েছে। ঠিক তেমনভাবে ব্র্যান্ড প্রোমোটারদের পরিশ্রম ইনভেস্ট করা থাকে। কিন্তু টাকার ইনভেস্টমেন্ট টা তেমন বেশি হয় না।
আর এই কারণেই তাদের মধ্যে একটা ভেতরকার যুদ্ধ লেগেই থাকে। তার কারণ হলো ব্র্যান্ড কিছু কিছু ব্র্যান্ড প্রোমোটার এতো বেশি চার্জ করে। যেটা আসলে সত্যি একেবারে অপ্রয়োজনীয়। যেমন কিছু কিছু ব্র্যান্ড প্রোমোটার শুধুমাত্র এক ঘন্টার লাইভ কিংবা এক ঘন্টার একটি পারফরমেন্স এর জন্য প্রায় কয়েক লক্ষ টাকা কিংবা মাঝেমধ্যে কোটি টাকা পর্যন্ত দাবি করে। যেটা সত্যিই আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় মনে হয়। কারণ এটা ঠিক আছে যে, সে কষ্ট করে তার নাম কামিয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে, তারা উদ্যোক্তাদের একেবারে নাজেহাল করে ছাড়বে। কারণ উদ্যোক্তারা কিন্তু অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করে।
আমি মনে করি তাদের মধ্যকার এই দুঃসম্পর্ক খুব দ্রুতই মিটে যেতে পারে এবং সুসম্পর্ক গড়ে উঠতে পারে। যদি তারা তাদের এই টাকার অ্যামাউন্ট টা একটু ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করে।