তোমায় আমায় মিলে
জীবনের কিছু কিছু পর্যায়ে আজ জীবনে একটা ভালোলাগা কিংবা ভালোবাসা অনুভূত হয় যে ভালোবাসাগুলো হয়তো আমরা তৎক্ষণাৎ ভাবে বুঝে উঠতে পারি না। কিন্তু পরক্ষণে যখন আমরা সেই সব ভালবাসার উপরে অভ্যস্ত হয়ে যাই আমাদের মন থেকে একটা প্রেম উদয় হয় এবং সেটারই নাম হচ্ছে ভালোবাসার টান। এই ভালোবাসার এত মধুর একটি শব্দ যে শব্দ হয়তো আমরা প্রথম অবস্থায় বুঝে উঠতে পারি না। কিন্তু যখন আমরা একে অপরের পরিপূরক হয়ে ওঠে তখনই তো আমরা দুজনে মিলে একাকার হয়ে যাই, তখনই আমরা বলি তোমায় আমায় মিলে।
বিয়ে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনি যাকে ভালবাসেন যাকে আপনার ভালো লাগে তাকেই বিয়ে করুন। হয়তো সংসারে একটু অশান্তি হতে পারে কিন্তু মনের মধ্যে কখনোই অশান্তি হবে না। বরঞ্চ মানসিক শান্তি উপভোগ করতে পারবেন। তবে আমার ক্ষেত্রে এই বিষয়টা একটু ব্যতিক্রমী ঘটেছে। কারণ আমি আমার পরিবারের কথা মতোই বিয়ে করেছি। যদিও সেখানে আমার সম্মতি ছিল।
তবে এটা মুখ ফুটে বলতে পারি আমি ঠকিনি। বরংচ আমরা একটি পারফেক্ট জুটি হিসেবে সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। যদিও বিয়ের খুব বেশিদিন একটা হয়নি তারপরও আমি আমার বউকে অসম্ভব ভালোবাসি। ভালোবাসি তার প্রতিটা কথা তার হাঁটাচলা এবং তার ব্যবহার সবকিছু মিলেই কেন জানি নতুন একটা ভালোবাসার অনুভব অনুভূতি করছি। যেটা আসলেই বলে বোঝানোর মত নয়। যাইহোক আপনাদের মনে কি এরকম প্রেম কখনো দোলা দিয়ে গেছে? তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।