সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয়।
আমরা যতই বলি না কেন আমরা মানুষের মন দেখে মানুষকে পছন্দ করি কিন্তু বর্তমান সময় যে মানুষের দৈহিক গঠন এবং চেহারা দেখেই আমরা একে অপরকে ভালোবাসি, কাছে আসতে চাই এবং আরো অনেক কিছুই করতে চাই। কিন্তু এই ভালোবাসা কিংবা এই ভালোলাগা শুধুমাত্র ক্ষণিকের জন্য। যদি আপনি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসতে চান তাহলে মনের সৌন্দর্য খুঁজে বের করতে হবে তার মনের দিক থেকে সেই বিষয়টাকে খুঁজে বের করতে হবে, তাহলে সেই ভালোবাসা হবে চিরস্থায়ী।
আমাদের চেহারা কেমন হবে আমাদের স্বাস্থ্যগত গঠন কি রকম হবে এগুলোতে আমাদের হাত নেই। কিন্তু আমাদের ব্যবহার আমাদের নৈতিকতা মানুষের সাথে কিভাবে কথা বলছি কিভাবে সবার সাথে চলাফেরা করছি এই সব কিছু মিলেই তৈরি হয় আমাদের ব্যক্তিত্ব। একটি কালো মানুষের ব্যক্তিত্ব যদি স্মার্ট এবং সুন্দর হয় তাহলে সবাই তাকে অবশ্যই সুন্দর বলবেন এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি।
তবে আমাদের সমাজে এমন কিছু শিক্ষিত কুলাঙ্গার পাওয়া যাবে যারা শুধুমাত্র চেহারা কিংবা বডি ফিটনেস এর উপরেই সৌন্দর্য খুঁজে বের করেন এবং অনেক মানুষকে তাচ্ছিল্য করে এবং তাদেরকে নিয়েও বাজে বাজে কথা বলে। এই বিষয়গুলো আমার চোখের সামনেই অনেকবার ঘটেছে তাই এই বিষয়ে আমি এত কনফিডেন্টলি ভাবে বলতে পারছি। যাই হোক এসব শিক্ষিত মূর্খের চেয়ে অশিক্ষিত হৃদয়বান ব্যক্তি সুন্দর বলে আমি মনে করি। আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।