উত্তর ও দক্ষিন মেরুর বরফ গলছে
সব আমরা সকলেই জানি বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ রয়েছে, সেটা আস্তে আস্তে বলতে শুরু করেছে এটা যদি সম্পূর্ণটাই গলে যায় তাহলে পৃথিবীর অনেকগুলো দেশ হয়তো পানির নিচে তলিয়ে যেতে পারে। সমুদ্রের পুষ্টির উচ্চতা অনেকটাই বেড়ে যেতে পারে এবং এর পরিবর্তে আমাদের এই সম্পূর্ণ পরিবেশের উপরে একটি ব্যাপক প্রভাব পড়বে, এটা নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন।
ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগরে বিভিন্ন ধরনের গবেষণাগার তৈরি করা হয়েছে। কিভাবে আমাদের এই পরিবেশকে রক্ষা করা যায়, কিভাবে এই বরফ কলা গুলোকে আটকানো যায়, এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণের রিচার্জ চলছে। তবে পৃথিবীবাসী অর্থাৎ আমরা যদি সচেতন না হই তাহলে কোন না কোন একদিন এই উত্তর মেরু এবং দক্ষের সমস্ত বরফ গলে যাবে।
আমরা পরিবেশগত বিষয়গুলোর উপরে খুব বেশি একটা প্রাধান্য দেই না। কারণ আমরা পরিবেশ নিয়ে কোন ধরনের চিন্তা করি না। আমরা শুধুমাত্র নিজেদের ভালো থাকার বিষয়গুলো নিয়ে চিন্তা করি। তবে একটি বিষয়ে আমরা যদি ভালোভাবে অনুধাবন করতে পারি যে আমরা তো এই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারবো না। কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তাই এই কথা চিন্তা করে হলেও পরিবেশের দিকগুলোতে আমাদের বেশি বেশি নজর দেওয়া উচিত। পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত।